বুধবার, ৩০ অক্টোবর ২০২৪ ।। ১৪ কার্তিক ১৪৩১ ।। ২৭ রবিউস সানি ১৪৪৬

শিরোনাম :
ভোলায় জরায়ুমুখ ক্যান্সারের টিকা নেওয়ার পর অসুস্থ ৬০ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি ৫ বানিয়াচংয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সাঘাটার খাদ্য কর্মকর্তা চাকরিচ্যুত, ৫২ লাখ টাকা জরিমানা বার্মিংহামে বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত বিচারপতি জুবায়ের রহমানকে প্রধান করে ইসি পুনর্গঠনে সার্চ কমিটি নোয়াখালীতে ৩ লক্ষ টাকার বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেপ্তার শিবচরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে দুজন গুরুতর জখম, ঢাকা মেডিকেলে প্রেরণ নওগাঁ রাণীনগরে যুবদলের ফ্রি মেডিকেল ক্যাম্প যশোরে মুফতি মুহাম্মদ ওয়াক্কাস রহ. ফাউন্ডেশনের ক্রয়মূল্যে কাঁচাবাজার খাগড়াছড়ি কাটিংটিলা জামে মসজিদের খতিব মাওলানা কারী সাইদুর রহমান আর নেই

বিশ্বের সকল মুসলমানকে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর আহ্বান হামাস প্রধানের


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

|| জহিরুল ইসলাম ||

ইসরায়েল-ফিলিস্তিনের চলমান পরিস্থিতিতে দখলদার ইসরাইলের বিরুদ্ধে বিশ্বের সকল মুসলমানকে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন হামাস প্রধান ইসমাইল হানিয়া। তিনি বলেন, আল আকসা রক্ষায় ইসরায়েল-ফিলিস্তিন লড়াই মহারণে পরিণত হবে।

বর্তমান সংঘাতের ব্যাপারে তিনি বলেন, ‘তুফান আল আকসা মিশন’ শুরু হয়েছে কেবল সেসব নিকৃষ্ট ইহুদীদের নির্মূল করার জন্য; যারা মসজিদে আকসার ব্যাপারে চরম ধৃষ্টতা প্রদর্শন করেছে এবং বহুকাল ধরে মসজিদে আকসার ব্যাপারে সীমালঙ্ঘন করে আসছে। আল আকসা নিয়ে পুরো দুনিয়া চুপ থাকলেও হামাস চুপ থাকবে না বলেও ইঙ্গিত দেন ইসমাইল হানিয়া।

এক বিবৃতিতে হানিয়া বলেন— ইসরায়েল দীর্ঘকাল যাবৎ গাজা উপত্যকা এবং পশ্চিম তীরে ফিলিস্তিনি জনগণের ওপর আগ্রাসন চালিয়ে আসছে। বহু নিরপরাধ মানুষকে তারা  হত্যা করেছে।  তারা ফিলিস্তিনিদের মাতৃভূমি থেকে উৎখাত করে দিতে চায়। বর্তমান রক্তক্ষয়ী যুদ্ধের জন্য তিনি ইসরায়েলকে দায়ী করেন। 

যুদ্ধের নেপথ্য কারণ বর্ণনা করতে গিয়ে হানিয়াহ বলেন— ইসরায়েল আমাদের সাথে করা চুক্তিগুলি ভঙ্গ করেছে; যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে— পারস্পরিক চুক্তির মাধ্যমে মুক্তিপ্রাপ্তদের পুনরায় গ্রেপ্তার করা। এসব কারণে শুরু হয়েছে যুদ্ধ। এই যুদ্ধ আল-আকসা, আমাদের ইতিহাস ঐতিহ্য ও মর্যাদা রক্ষার যুদ্ধ।।

তিনি উচ্ছাসভরা কণ্ঠে জোর দিয়ে বলেন, এই তুফান শুরু হয়েছে গাজা উপত্যকা থেকে। অচিরেই এর বাতাস প্রবাহিত হবে পুরো পৃথিবী জুড়ে। সবখানেই আমরা আমাদের সমর্থক ও সহযোদ্ধাদের দেখতে পারব।

এই সময় তিনি পুরো বিশ্বের সকল মুসলমানকে সর্বাত্মকভাবে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন— এখন চুপ করে বসে থাকার সময় নয়। শুধু দেখে যাওয়ার সময় নয়। আর এখন শুধু মনের সমর্থন নয়; আমাদের প্রয়োজন কার্যত সহযোগিতা।

সূত্র: আল জাজিরা

কেএল/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ