বুধবার, ৩০ অক্টোবর ২০২৪ ।। ১৪ কার্তিক ১৪৩১ ।। ২৭ রবিউস সানি ১৪৪৬

শিরোনাম :
ভোলায় জরায়ুমুখ ক্যান্সারের টিকা নেওয়ার পর অসুস্থ ৬০ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি ৫ বানিয়াচংয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সাঘাটার খাদ্য কর্মকর্তা চাকরিচ্যুত, ৫২ লাখ টাকা জরিমানা বার্মিংহামে বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত বিচারপতি জুবায়ের রহমানকে প্রধান করে ইসি পুনর্গঠনে সার্চ কমিটি নোয়াখালীতে ৩ লক্ষ টাকার বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেপ্তার শিবচরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে দুজন গুরুতর জখম, ঢাকা মেডিকেলে প্রেরণ নওগাঁ রাণীনগরে যুবদলের ফ্রি মেডিকেল ক্যাম্প যশোরে মুফতি মুহাম্মদ ওয়াক্কাস রহ. ফাউন্ডেশনের ক্রয়মূল্যে কাঁচাবাজার খাগড়াছড়ি কাটিংটিলা জামে মসজিদের খতিব মাওলানা কারী সাইদুর রহমান আর নেই

ফিলিস্তিন-ইসরাইল যুদ্ধ: যা বললেন এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত ছবি

ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধের সময় ও পরিধি ক্রমেই বাড়ছে। একের পর এক হামলা ও পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারি দিয়ে আসছে দুপক্ষ। এমন পরিস্থিতিতে ইসরায়েলকে রণতরী পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এবার এ নিয়ে চটেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েম এরদোগান। ক্ষোভও ঝেড়েছেন তিনি।

প্রেসিডেন্ট এরদোগান বলেন, ক্রমেই ইসরায়েলের নিকটবর্তী হচ্ছে যুক্তরাষ্ট্রের রণতরী। এটি সেখানে গিয়ে গাজায় ভয়াবহ গণহত্যা চালাবে।

গত শনিবার আকস্মিক ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিন। এরপর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী লিয়েড অস্টিন বলেন, ইউএসএস জেরাল্ড আর ফোর্ডসহ কয়েকটি রণতরীকে ইসরায়েলের কাছে সরিয়ে আনা হবে। এ সময় তিনি তাদের রণতরীর সাথে যুদ্ধবিমান পাঠানোর ঘোষণা দেন।

এরদোগান বলেন, ইসরায়েলের কাছাকাছি হয়ে মার্কিন এ রণতরী কি করবে? কেন তারা ইসরায়েলের কাছাকাছি আসছে? এ রণতরী আশপাশে থাকা বাকি ছোট নৌকাগুলোই বা কি করবে? তারা ইসরায়েলের কাছাকাছি হয়ে গাজায় ব্যাপক গণহত্যা চালাবে।

এর আগেও ফিলিস্তিন নিয়ে কথা বলেছেন এরদোগান। তিনি দুপক্ষের মধ্যে যুদ্ধ থামাতে শান্তি আলোচনায় মধ্যস্থতা করার জন্য প্রস্তুত বলেও জানান।

এর আগে ইসরায়েলকে সহায়তা করলে যুক্তরাষ্ট্রকে কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দেয় ইরাক-ইয়েমেনের বিভিন্ন সশস্ত্র সংগঠন। তারা বলছে যুক্তরাষ্ট্র ইসেরায়েলকে সহায়তা দিলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে তার জবাব দেওয়া হবে।

যুক্তরাষ্ট্রকে এমন হুমকি দেওয়া সশস্ত্র সংগঠনগুলো হল কাতাইব হিজবুল্লাহ, বদর অর্গানাইজেশন ও হুথি। এসব সংগঠনের কোনোটির বিরুদ্ধে এর আগেও মার্কিনি স্থাপনায় হামলার অভিযোগ রয়েছে। যুক্তরাষ্ট্রের ইরাকে ২৫০০ ও সিরিয়ায় ৯০০ সেনা নিয়ে মিশন রয়েছে। ২০১৪ সালে ইসলামিক স্টেট (আইএস) এ দুই দেশের বিস্তীর্ণ অঞ্চল দখল করে নিলে সেখানে মিশন পাঠায় যুক্তরাষ্ট্র।

ইরাকের কাতাইব হিজবুল্লাহ জানিয়েছে, যুক্তরাষ্ট্র সহায়তা করলে তাদের সামরিক ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হবে। এর আগেও তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের স্থাপনায় সামরিক সহায়তার অভিযোগ করা হয়েছিল। তবে তা অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র।

সূত্র: রয়টার্স

টিএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ