বুধবার, ৩০ অক্টোবর ২০২৪ ।। ১৪ কার্তিক ১৪৩১ ।। ২৭ রবিউস সানি ১৪৪৬

শিরোনাম :
ভোলায় জরায়ুমুখ ক্যান্সারের টিকা নেওয়ার পর অসুস্থ ৬০ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি ৫ বানিয়াচংয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সাঘাটার খাদ্য কর্মকর্তা চাকরিচ্যুত, ৫২ লাখ টাকা জরিমানা বার্মিংহামে বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত বিচারপতি জুবায়ের রহমানকে প্রধান করে ইসি পুনর্গঠনে সার্চ কমিটি নোয়াখালীতে ৩ লক্ষ টাকার বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেপ্তার শিবচরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে দুজন গুরুতর জখম, ঢাকা মেডিকেলে প্রেরণ নওগাঁ রাণীনগরে যুবদলের ফ্রি মেডিকেল ক্যাম্প যশোরে মুফতি মুহাম্মদ ওয়াক্কাস রহ. ফাউন্ডেশনের ক্রয়মূল্যে কাঁচাবাজার খাগড়াছড়ি কাটিংটিলা জামে মসজিদের খতিব মাওলানা কারী সাইদুর রহমান আর নেই

রিয়াদের বইমেলায় পবিত্র কাবাঘরের পুরনো গিলাফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: ইন্টারনেট

সৌদি আরবের কিং সাউদ ইউনিভার্সিটি ক্যাম্পাসে চলছে রিয়াদ আন্তর্জাতিক বইমেলা ২০২৩। ৫০ হাজার বর্গমিটারের এই মেলায় প্রাচীন ও দুর্লভ পাণ্ডুলিপি, পুরনো জিনিস ও চিত্রকর্ম আছে।

এ ছাড়া কোরআনের বিখ্যাত ব্যাখ্যাগ্রন্থ ইবনে কাসিরের একটি পুরনো কপি, মসজিদ-ই-নববীর কয়েকটি মোমবাতি ও লণ্ঠন আছে। তবে এবারের প্রদর্শনীর সবচেয়ে আকর্ষণীয় বস্তু পবিত্র কাবাঘরের ৯৮ বছর আগের পর্দা, যা দেখতে কিং আবদুল আজিজ কমপ্লেক্সের স্টলে দর্শকরা ভিড় করছে প্রতিদিন।

মদিনায় অবস্থিত কিং আবদুল আজিজ কমপ্লেক্সে কর্মরত আইমান ফকেহে বলেন, ‘এ বছর আমরা মেলার প্রদর্শনীতে পবিত্র কাবার পর্দা (গিলাফ) রেখেছি। ৯৮ বছরের পুরনো এই পর্দায় আরবিতে লেখা রয়েছে, ‘খাদিমুল হারামাইন আশ-শরিফাইন মালিক আবদুল আজিজ বিন আবদুল রহমান আল-সাউদ’। এ ছাড়া পবিত্র কোরআনের প্রাচীন পাণ্ডুলিপি, ফিকাহ, আকিদা, ভূগোল, গণিতসহ আরবি ভাষায় বিভিন্ন নথি রয়েছে। এসব পাণ্ডুলিপি ইমাম আবদুল আজিজ বিন মুহাম্মদ বিন সাউদ দান করেছেন।

আইমান ফকেহে আরো বলেন, সুনানে আবু দাউদের হাজার বছরের পুরনো একটি পাণ্ডুলিপি প্রদর্শনীতে রয়েছে। আহমেদ বিন সাহল আল-বালখির হাজার বছর আগে লেখা ‘মেনশন ডিস্টেনসেস অ্যান্ড পিকচার্স অব রিজিয়ন’ বইটিও রয়েছে। এ ছাড়া হিব্রু ভাষায় লেখা তাওরাতের পাণ্ডুলিপিও বইমেলার আরেক আকর্ষণ। কাচের কেসের ভেতরে রাখা পাণ্ডুলিপিটি দেখতে ভিড় জমিয়েছে দর্শনার্থীরা।

মেলায় বিশেষ প্যাভিলিয়নে থাকা ২৫টি দুর্লভ পাণ্ডুলিপির মধ্যে এটি অন্যতম।

গত ২৮ সেপ্টেম্বর রিয়াদ আন্তর্জাতিক বইমেলা শুরু হয়। ১০ দিনব্যাপী এই বইমেলায় অংশ নেয় ৩২টি দেশের এক হাজার ৮০০ প্রকাশনী। মেলা আগামী শনিবার (৭ অক্টোবর) পর্যন্ত চলবে। দুই শতাধিক সাংস্কৃতিক কার্যক্রমের মধ্যে রয়েছে আলোচনা, বক্তৃতা, প্রশ্নোত্তর, কবিতা সন্ধ্যা, শিল্প-সংস্কৃতিবিষয়ক নানা আয়োজন।

এবারের মেলায় ১০ লাখের বেশি দর্শকের উপস্থিতি আশা করা হচ্ছে। মেলার পাঠক উৎসবে গেস্ট অব অনার হিসেবে রয়েছে ওমান। এতে সৌদি সাহিত্য, প্রকাশনা ও অনুবাদ কমিশনের তত্ত্বাবধানে ‘অ্যান ইন্সপাইরিং ডিস্টিনেশন’ শীর্ষক সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়।

সূত্র: সৌদি গেজেট

টিএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ