বুধবার, ৩০ অক্টোবর ২০২৪ ।। ১৪ কার্তিক ১৪৩১ ।। ২৭ রবিউস সানি ১৪৪৬

শিরোনাম :
ভোলায় জরায়ুমুখ ক্যান্সারের টিকা নেওয়ার পর অসুস্থ ৬০ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি ৫ বানিয়াচংয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সাঘাটার খাদ্য কর্মকর্তা চাকরিচ্যুত, ৫২ লাখ টাকা জরিমানা বার্মিংহামে বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত বিচারপতি জুবায়ের রহমানকে প্রধান করে ইসি পুনর্গঠনে সার্চ কমিটি নোয়াখালীতে ৩ লক্ষ টাকার বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেপ্তার শিবচরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে দুজন গুরুতর জখম, ঢাকা মেডিকেলে প্রেরণ নওগাঁ রাণীনগরে যুবদলের ফ্রি মেডিকেল ক্যাম্প যশোরে মুফতি মুহাম্মদ ওয়াক্কাস রহ. ফাউন্ডেশনের ক্রয়মূল্যে কাঁচাবাজার খাগড়াছড়ি কাটিংটিলা জামে মসজিদের খতিব মাওলানা কারী সাইদুর রহমান আর নেই

অবিবাহিত যুবতী অন্তঃসত্ত্বা, গায়ে আগুন দিলেন পরিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগ্রহিত

বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হওয়ায় রাগে ও ক্ষোভে এক যুবতীর গায়ে আগুন দিয়েছেন তার আপন মা ও ভাই। এ ঘটনায় গুরুতর দগ্ধ হয়ে এখন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২১ বছর বয়সী ওই যুবতী।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি আজ শুক্রবার (২৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে, ভারতের উত্তর প্রদেশে এমন রোমহর্ষক ঘটনা ঘটেছে।

পুলিশ জানিয়েছে, অবিবাহিত ওই যুবতীর অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি জানতে পারে তার পরিবারের সদস্যরা। এ ঘটনায় ভীষণ ক্ষুব্ধ হন তারা। গর্ভে থাকা সন্তানের বাবা কে- সে বিষয়ে তাকে জেরা করেন তারা। কিন্তু ওই যুবতী এ ব্যাপারে কোনো তথ্য দেননি। এতে তারা আরও বেশি ক্ষুব্ধ হন।

এরপর ওই যুবতীর মা ও ভাই তাকে জঙ্গলে নিয়ে যান এবং সেখানে নিয়ে গিয়ে তার গায়ে আগুন ধরিয়ে দেন।

জঙ্গলের আশপাশে থাকা কয়েকজন কৃষক ওই সময় যুবতীর আত্মচিৎকার শুনতে পান। তারা সেখানে ছুটে গিয়ে দেখতে পান আগুনে পুড়ছেন তিনি। এরপর তারা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান। তবে মা ও ভাইয়ের দেওয়া আগুনে যুবতীর শরীরের ৭০ শতাংশ পুড়ে যায়।

পরবর্তীতে অগ্নিদগ্ধ যুবতীকে মেরুতের একটি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ধারণা করা হচ্ছে, হাসপাতালে এখন জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করছেন তিনি।

পুলিশ জানিয়েছে, এ ঘটনার সঙ্গে জড়িত থাকা যুবতীর মা ও ভাইকে আটক করা হয়েছে। এখন তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সূত্র: এনডিটিভি

টিএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ