বুধবার, ৩০ অক্টোবর ২০২৪ ।। ১৪ কার্তিক ১৪৩১ ।। ২৭ রবিউস সানি ১৪৪৬

শিরোনাম :
ভোলায় জরায়ুমুখ ক্যান্সারের টিকা নেওয়ার পর অসুস্থ ৬০ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি ৫ বানিয়াচংয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সাঘাটার খাদ্য কর্মকর্তা চাকরিচ্যুত, ৫২ লাখ টাকা জরিমানা বার্মিংহামে বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত বিচারপতি জুবায়ের রহমানকে প্রধান করে ইসি পুনর্গঠনে সার্চ কমিটি নোয়াখালীতে ৩ লক্ষ টাকার বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেপ্তার শিবচরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে দুজন গুরুতর জখম, ঢাকা মেডিকেলে প্রেরণ নওগাঁ রাণীনগরে যুবদলের ফ্রি মেডিকেল ক্যাম্প যশোরে মুফতি মুহাম্মদ ওয়াক্কাস রহ. ফাউন্ডেশনের ক্রয়মূল্যে কাঁচাবাজার খাগড়াছড়ি কাটিংটিলা জামে মসজিদের খতিব মাওলানা কারী সাইদুর রহমান আর নেই

ইমরান খানকে উন্নত কারাগারে স্থানান্তর করা হচ্ছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত ছবি

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান এবং দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে অ্যাটক কারাগার থেকে উন্নত আদিয়ালা কারাগারে স্থানান্তরের নির্দেশ দিয়েছে ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি)।

স্থানীয় সময় সোমবার (২৫ সেপ্টেম্বর) শুনানির সময় এ নির্দেশ দেয় ইসলামাবাদ হাইকোর্ট। পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

কারাগারে ইমরান খানকে দেয়া সুযোগ-সুবিধা নিয়ে আদালতে এক শুনানিতে ইমরান খানকে আদালিয়া কারাগারে স্থানান্তরের নির্দেশ দেন বিচারপাতি আমের ফারুক।

শুনানিতে ইসলামাবাদ হাইকোর্টের বিচারপতি জানতে চান, বিচারাধীন একজন কারাবন্দিকে আদিয়ালা কারাগারে না নিয়ে কেন অ্যাটক কারাগারে রাখা হয়েছে? তখন ইমরান খানকে আদালিয়া কারাগারে স্থানান্তর করার নির্দেশ দেন তিনি।

বিচারপতি আরও বলেন, ইমরান খান একজন শিক্ষিত ব্যক্তি এবং দেশের সাবেক প্রধানমন্ত্রী ছিলেন।

এদিকে শুনানির সময়, ইমরানের আইনজীবী অ্যাডভোকেট শের আফজাল মারওয়াত ইমরানের শরীরচর্চার জন্য একটি ব্যায়াম মেশিনের সুবিধা দেওয়ার অনুরোধ জানান।

আইনজীবীর অনুরোধের জবাবে বিচারপতি ফারুক বলেন, `কারাগারে এখন আর এ বা সি ক্লাস নেই। এখন সাধারণ ও উন্নত-এ দুই ধরনের কারাগার রয়েছে। ইমরান খানকে উন্নত ধরনের কারাগারে রাখার ব্যবস্থা করা হচ্ছে।'

এ বছরের ৫ আগস্ট তোশাখানা দুর্নীতি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে তিন বছরের কারাদণ্ড দেয় ইসলামাবাদের ট্রায়াল কোর্ট। এরপরই তাকে গ্রেপ্তার করা হয়। তবে ৪ সেপ্টেম্বর ইসলামাবাদ হাইকোর্ট তোশাখানা মামলাটি ‘অগ্রহণযোগ্য’বলে ঘোষণা দিলেও অন্যান্য মামলার কারণে দেশটির কুখ্যাত অ্যাটক কারাগারে বন্দি আছেন তিনি।

অ্যাটক কারাগারে থাকা অবস্থায় বিভিন্ন সময় ইমরান খানের নানারকম অসুবিধার কথা উঠে আসে। এমনকি সেখানে বিষ প্রয়োগে ইমরাকে হত্যা করা হতে পারে এমন শঙ্কা জানান তার স্ত্রী বুশরা বিবি।

টিএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ