ভারতীয় সুপ্রিম কোর্ট এক রায়ে তিন তালাককে মান্যতা দিল না। উত্তরাখন্ড হাইকোর্টের একটি আদেশকে নাকচ করে সুপ্রিম কোর্ট সাফ জানিয়ে দিল যে, তিন তালাক প্রথা দুহাজার উনিশ সালে অবলুপ্ত হয়েছে।
তিনবার তালাক উচ্চারণ করলেই বিবাহ বিচ্ছেদ মঞ্জুর হয়ে যাবে এমন আইন চলতে পারেনা। মুসলিম মহিলা আইন অনুযায়ী মুসলিম মহিলারা আর পুরুষের দাসানুদাস নয়। সুতরাং তিন তালাক প্রথা চলতে পারেনা।
উত্তরাখন্ড হাইকোর্ট অতি সম্প্রতি একটি পারিবারিক হিংসা মামলায় এক পুরুষের তিন তালাক উচ্চারণ করে বিবাহ বিচ্ছেদের আবেদন মঞ্জুর করেছিল। এই মহিলা এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। সুপ্রিম কোর্ট উত্তরাখন্ড হাইকোর্টের সিদ্ধান্তটি বাতিল করে তিন তালাক বিধিসম্মত নয় বলে জানিয়ে দেয়।
এমআর/