শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল কুরআন-সুন্নাহর আইন ছাড়া দেশে শান্তি আসবে না : মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী শীত ও শৈত্যপ্রবাহ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস ফ্যাসিবাদ বারবার ফিরে আসবে, সতর্ক থাকতে হবে: গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা ‘কোনো রাজনৈতিক দলকে সরিয়ে দেয়ার ইচ্ছা জামায়াতের নেই’ শরীরে রক্ত বাড়াতে যেভাবে পালং শাক খাবেন ‘প্রকৃতপক্ষে ভুল হলে ক্ষমা চাইতে প্রস্তুত আ.লীগ’

২৫ দিন হেঁটে মক্কা থেকে মদিনায় এক প্রতিবন্ধী


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

পবিত্র শহর মক্কা থেকে ২৫ দিনে পায়ে হেঁটে নবীর শহর মদিনা পৌঁছান প্রতিবন্ধী পর্যটক আহমদ ইয়াহইয়া আসিরি। খবর আল-আরাবিয়া ডটনেট। 

আহমদ ইয়াইহিয়া বলেন, অসুস্থতার কারণে দুই বছর বয়সে তার ডান পা অবশ হয়ে যায়। সেটা আর বড় হয়নি, বাম পা থেকে ডান পা পাঁচ সেন্টিমিটার ছোট।

এভাবেই জীবন চলতে থাকে। ত্রিশ বছর বয়সে তিনি নিজেকে প্রস্তুত করা শুরু করেন। তার ভাষায়, ‘চার বছর আগে, আমি হাঁটার জন্য মনস্থির করি। বিশেষ করে করোনা মহামারির যুগে হাঁটা শুরু করি। আমার উদ্দেশ্য ছিল, সমাজের প্রতিবন্ধীদের এই বার্তা পৌঁছে দেওয়া যে, তাদের প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও তারা হাঁটতে বের হতে পারে এবং তাদের সম্পর্কে সমাজের ধারণা পরিবর্তন করতে পারে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখন আমি পঙ্গু বলেই গর্বিত। এটা নিয়ে আমার কোনো অভিযোগ নেই।’

শুরুতে আহমদ ইয়াইহিয়া দিনে ৪৫ মিনিট করে হাঁটতেন। তিনি বলেন, ‘আমি খামিস মুশাইত থেকে (দক্ষিণ-পশ্চিম সৌদি আরবের একটি পার্বত্য অঞ্চল) হেঁটে আবহার আছির পর্বতমালা পর্যন্ত চার দিনে গিয়েছি। ভবিষ্যতে আমি দেশ-বিদেশে পর্বতারোহণে অংশগ্রহণ করতে চাই।’

গত বছর জাতীয় দিবসে তিনি রাজধানী রিয়াদের আল খারজ থেকে আতিকা জামে মসজিদে হেঁটে যান।

মক্কার মসজিদ আল নাঈম থেকে হেঁটে মদিনা মোনাওয়ারা পর্যন্ত হেঁটে পৌঁছান ২৫ দিনে। মক্কা থেকে মদিনার দূরত্ব প্রায় ৫০০ কিলোমিটার।

সৌদি গণমাধ্যমে আহমদ ইয়াহইয়ার যাত্রাকে অদম্য যাত্রা বলে অভিহিত করেছে তার এই কাজ প্রমাণ করে, কোনো কাজে অটল থাকলে সেটা করা সম্ভব। আহমদ ইয়াহইয়া হেঁটে শত শত কিলোমিটার পথ পাড়ি দিয়ে সেই বার্তাই দিয়েছেন।

এমআর/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ