শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল কুরআন-সুন্নাহর আইন ছাড়া দেশে শান্তি আসবে না : মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী শীত ও শৈত্যপ্রবাহ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস ফ্যাসিবাদ বারবার ফিরে আসবে, সতর্ক থাকতে হবে: গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা ‘কোনো রাজনৈতিক দলকে সরিয়ে দেয়ার ইচ্ছা জামায়াতের নেই’ শরীরে রক্ত বাড়াতে যেভাবে পালং শাক খাবেন ‘প্রকৃতপক্ষে ভুল হলে ক্ষমা চাইতে প্রস্তুত আ.লীগ’

প্রধানমন্ত্রী মোদি ভারতকে হিন্দু রাষ্ট্র তৈরি করতে চাচ্ছেন: ওয়াইসি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

মোদি সরকারের ‘এক দেশ এক নির্বাচন’ নামের পরিকল্পনার কড়া সমালোচনা করলেন ভারতের মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিন (মিম) প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি। তিনি বলেছেন, কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত ‘এক দেশ, এক নির্বাচন’ অসম্ভব। 

ওয়াইসি বলেন, ‘অভিজ্ঞতামূলক তথ্যে প্রকাশ- যদি কেন্দ্র ও রাজ্যে একসঙ্গে নির্বাচন হয় তাহলে ৭৭ শতাংশ মানুষ একটি দলকেই ভোট দেবেন। তারা এতে পার্থক্য কিছু করবেন না। জাতীয় দলগুলোর রিসোর্স পার্সন বেশি হবে। সুষম প্রতিযোগিতামূলক ক্ষেত্র হবে না। এটা আসলে সম্পূর্ণ হিন্দুত্ববাদী মতাদর্শকে কার্যকর করার প্রচেষ্টা এবং দেশকে হিন্দু রাষ্ট্র তৈরি করার প্রচেষ্টা। এজন্য প্রধানমন্ত্রী বার বার ‘এক দেশ, এক নির্বাচন’-এর কথা বলছেন।’ 

মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিন (মিম) প্রধান ব্যারিস্টার আসাদ উদ্দিন ওয়াইসি 'এক দেশ-এক নির্বাচন' সংক্রান্ত কোনো বিল আনা হলে তা অসাংবিধানিক হবে বলে মন্তব্য করেছেন।

প্রসঙ্গত,  ২৮টি রাজ্য এবং ১৩০ কোটি মানুষের দেশ ভারত। বিশাল ভৌগোলিক আয়তন এবং বিপুল জনসংখ্যার দেশটিতে একযোগে বিধানসভা ও লোকসভা নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। ‘এক দেশ এক নির্বাচন’ নামের এই পরিকল্পনার সম্ভব্যতা যাচাইয়ে এরই মধ্যে গঠন করা হয়েছে বিশেষ কমিটি। 

নির্বাচন আয়োজনের বিভিন্ন দিক খতিয়ে দেখতে ইতিমধ্যে একটি উচ্চ পর্যায়ের কমিটি করেছে দেশটির সরকার। কমিটির নেতৃত্ব দেবেন ভারতের সাবেক রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। একযোগে লোকসভা, বিধানসভা, পৌরসভা ও পঞ্চায়েত নির্বাচন করার বিষয়টি খতিয়ে দেখতে এবং এ নিয়ে নিজেদের সুপারিশ জানাতে গত শনিবার আট সদস্যের একটি কমিটি করে সরকার।

এমআর/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ