বুধবার, ২৬ মার্চ ২০২৫ ।। ১২ চৈত্র ১৪৩১ ।। ২৬ রমজান ১৪৪৬


মাদানী নেসাবসহ অন্যান্য বিভাগে ভর্তির সুযোগ জামিআতুন নূর আল-ইসলামিয়ায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর রামপুরা থানাধীন মৌলভীরটেক এলাকায় অবস্থিত ইসলামী ফিকহের গবেষণাধর্মী শিক্ষাপ্রতিষ্ঠান ‘জামিআতুন নূর আল-ইসলামিয়া ঢাকা’। শনির আখড়া মুকাররম জামে মসজিদের খতিব মুফতী রুহুল আমিনের প্রতিষ্ঠিত এই জামিআ মাদানী নেসাব, ইফতা ও আদব বিভাগের জন্য অনন্য মানসম্মত একটি প্রতিষ্ঠান। এখানে ছাত্রদেরকে দক্ষ ও অভিজ্ঞ উস্তাদদের মাধ্যমে মাদানী নেসাবে দরস প্রদান করা হয় এবং ইফতার তামরীন ও ফাতাওয়ার কিতাব মুতালাআ করানো হয়।

এ প্রতিষ্ঠানে ভর্তি শুরু ৮ শাওয়াল থেকে, (রমযানেও ভর্তির সুযোগ রয়েছে)। কোটা পূরণ সাপেক্ষে ভর্তি নেয়া হবে। নিজস্ব জায়গার উপর প্রতিষ্ঠিত এ জামিআটি মাদানী নেসাব, ইফতা ও আদব বিভাগের জন্য বেশ উপযোগী। ২০০৯ সালে প্রতিষ্ঠিত এ জামিআয় কোটাভিত্তিক ছাত্র ভর্তি নেওয়া হয়। এখানে ছাত্রদের দরসগাহ ও ঘুমানোর জন্য আলাদা আলাদা ব্যবস্থা রয়েছে। জামিআয় ২৪ ঘন্টা মুতালাআর জন্য লক্ষ লক্ষ টাকার কিতাব সম্বলিত মাকতাবা সার্বক্ষণিক উন্মুক্ত রাখা হয়।

জামিআর প্রতিষ্ঠাতা মুফতী রুহুল আমিন আওয়ার ইসলামকে বলেন: ‘এখানের শিক্ষকগণ অত্যন্ত আমানতদারী ও যত্মসহকারে ছাত্রদের প্রতি সার্বক্ষণিক মেধা ও শ্রম দিয়ে থাকেন। এতে করে ছাত্ররা যোগ্য ও দক্ষ আলেম হিসেবে নিজেদের গড়ে তুলতে পারে।

তিনি আরো বলেন, ‘এই প্রতিষ্ঠানের আরেকটি কার্যক্রম হলোঃ মেয়েদের জন্য হিফজ ও মক্তব বিভাগ। আবাসিক-অনাবাসিক উভয়টির সুযোগ আছে। এই প্রতিষ্ঠানটি সম্পূর্ণ পৃথক ও নিজস্ব ভবনে অবস্থিত। আলাদা কুরআন মশক, তালিম, খাস পর্দা, কম মনোযোগী ছাত্রীদের ব্যাপারে বিশেষ যত্ন, সার্বক্ষণিক বিদ্যুৎ ব্যাবস্থা, গরীব ও অসহায় ছাত্রীদের জন্য আর্থিক ছাড় সহ বিভিন্ন সুবিধা রয়েছে।’

ভর্তি সংক্রান্ত তথ্যাবলী: ভর্তি শুরু: ৮ শাওয়াল। (রমযানেও ভর্তির সুযোগ রয়েছে)।

ভর্তি কার্যক্রম : অনলাইন/অফলাইন উভয় প্রক্রিয়ায়।

বিভাগসমূহ : মাদানী নেসাব -১ম বর্ষ থেকে ৫ম বর্ষ পর্যন্ত (ইবতিদায়ী থেকে জালালাইন পর্যন্ত), ইফতা, আদব, হিফজ ও মক্তব বিভাগ।

ইফতা বিভাগে ভর্তির যোগ্যতাঃ দাওরায়ে হাদীসের পরীক্ষায় কমপক্ষে প্রথম বিভাগে উত্তীর্ণ হওয়া এবং লিখিত ও মৌখিক পরীক্ষায় পাশ করা।

পরীক্ষার বিষয়: ১) হেদায়া ৩য় খন্ড ও নূরুল আনওয়ার (কিতাবুল্লাহ) থেকে মৌখিক পরীক্ষা নেয়া হবে।

২) সংশ্লিষ্ট যে কোনো বিষয়ে লিখিত/মৌখিক পরীক্ষা নেয়া হবে।

ভর্তির জন্য প্রয়োজন :

ক. এক কপি পাসপোর্ট সাইজ ছবি।

খ. ভোটার আইডি কার্ড/জন্ম নিবন্ধন সনদ/চেয়ারম্যান সার্টিফিকেট।

গ. দাওরায়ে হাদিসের দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল।

ভর্তি খরচ

ভর্তি ফরম: ১০০/-, ভর্তি ফি: ৪,০০০/- মোট ভর্তি খরচ: ৪,১০০/- টাকা। (চার হাজার একশত টাকা মাত্র)

মাসিক খরচ: মাসিক খানার বিল (তিনবেলা) ও বেতন: (২৫০০+১৫০০) ৪,০০০/- টাকা মাত্র।

অনাবাসিক চার্জ: ২০০০/= টাকা মাত্র। এছাড়া এখানে অসচ্ছল মেহনতী মেধাবী ছাত্রদের জন্য বিশেষ ছাড় রয়েছে।

ভর্তি ও অন্যান্য সকল বিষয় জানার জন্য যোগাযোগ করুন এই নম্বরে:  ০১৯১৪৮৩৩৯১১, ০১৯৩৭৬৭৩৪২৭, ০১৭২৮৭২২৩৯১

যাতায়াতের ঠিকানা: দেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকা রামপুরা ওয়াপদা রোডের পূর্ব পার্শ্বে (অপজিটে), বেটার লাইফ হসপিটালের পাশ দিয়ে, বৌ-বাজারের গলি হয়ে রিক্সায় মৌলভীরটের চৌরাস্তা সংলগ্ন ‘জামিআতুন নূর আল-ইসলামিয়া ঢাকা’। অথবা খিলগাঁও পুলিশফাড়ি থেকে রিক্সায় মৌলভীরটেক চৌরাস্তা সংলগ্ন ‘জামিআতুন নূর আল-ইসলামিয়া ঢাকা’।

হাআমা/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ