সোমবার, ১৭ মার্চ ২০২৫ ।। ৩ চৈত্র ১৪৩১ ।। ১৭ রমজান ১৪৪৬

শিরোনাম :
কচুয়ায় শাজুলিয়া ইমাম-উলামা পরিষদের আলোচনা সভা ও ঈদ উপহার বিতরণ  ‘স্বৈরাচারী সরকারের সবচাইতে বেশি নির্যাতনের শিকার হেফাজতে ইসলাম’ কবে দিচ্ছে কওমি শিক্ষাবোর্ড বেফাকের রেজাল্ট ? ‘শুধু নির্বাচনের জন্য নয়, প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠানের সংস্কার করতে হবে’ ইফতা-আদবসহ সকল বিভাগে ভর্তির সুযোগ শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারে   আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস শিক্ষাবোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশিত বেরোবি মসজিদের খতিবের পিএইচডি ডিগ্রি অর্জন জার্মানি থেকে হজের জন্য সাইকেলযাত্রা ‘মুসলমানদের নিরাপত্তা প্রদানে ভারতের ব্যর্থতা সভ্যতার জন্য লজ্জাজনক’ ভারতে বিশ্ববিদ্যালয়ে নামাজ পড়ায় শিক্ষার্থী গ্রেপ্তার

ইফতা-আদবসহ সকল বিভাগে ভর্তির সুযোগ শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারে  

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশে উচ্চতর গবেষণামূলক ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর একটি উজ্জ্বল নক্ষত্রের নাম শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার। রাজধানী ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার সন্নিকটে কুড়িল ফ্লাইওভার ও কুড়িল লেকের মনোরম পরিবেশ সংলগ্ন কুড়াতলী বাজারের আল-হেরা টাওয়ারে অবস্থিত এই রিসার্চ সেন্টারটি প্রতিষ্ঠিত হয় ১৪৩১ হিজরী মোতাবেক ২০১০ সালে। প্রতিষ্ঠানিটির প্রতিষ্ঠাতা পরিচালক, শাইখুল হাদিস ও প্রধান মুফতি দেশের অন্যতম শীর্ষ মুফতি ও বরেণ্য আলেম আল্লামা মুফতি মিজানুর রহমান সাঈদ।  

প্রতিষ্ঠালগ্ন থেকেই  অনেক কওমি শিক্ষার্থীর স্বপ্নের ক্যাম্পাসে পরিণত হয়ে আসা এই রিসার্চ সেন্টার থেকে উচ্চতর শিক্ষা অর্জন করতে ছুটে আসে বাংলাদেশের নানা প্রান্তের শিক্ষার্থী। সম্প্রতি প্রতিষ্ঠানটির পক্ষ হতে এক ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

ইফতা, আদব, দাওরায়ে হাদিসসহ সকল বিভাগে ভর্তি কার্যক্রম শুরু হবে ৬-ই এপ্রিল-২০২৫, রবিবার সকাল ৯টা হতে।

প্রতিষ্ঠানটি জানায়,  ভর্তি কার্যক্রম কুড়িল বিশ্বরোড সংলগ্ন কুড়াতলী বাজার আল-হেরা টাওয়ার ক্যাম্পাসেই পরিচালিত হবে। সকল বিভাগের ভর্তি পরীক্ষা ৬-ই এপ্রিল থেকে একযোগে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। নতুন বর্ষের শিক্ষা কার্যক্রম এয়ারপোর্ট এর পূর্ব পাশে কাওলার নতুন ভবনে পরিচালিত হবে।

ভর্তি আবেদনের যোগ্যতা

ইফতা ও উলুমুল হাদিস বিভাগ: তাকমীলের কেন্দ্রীয় পরীক্ষায় মুমতায। (দাখেলা পরীক্ষায় মুমতায স্তরে উত্তীর্ণ হলেও ভর্তির সুযোগ থাকবে।)

আদব ও তাফসীর বিভাগ: তাকমীলের কেন্দ্রীয় পরীক্ষায় মুমতায/জায়্যিদ জিদ্দান। (জায়্যিদ এর ক্ষেত্রে দাখেলা পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সাপেক্ষে ভর্তির সুযোগ থাকবে।)

আবেদনের নিয়ম:

ভর্তিচ্ছু তালিবে ইলমকে স্বহস্তে আরবি ও উর্দু দুটি দরখাস্ত লিখে মহাপরিচালক মহোদয় থেকে অনুমোদন নিয়ে দফতরে তা'লীমাত থেকে ফরম সংগ্রহ করতে হবে। দরখাস্তে পূর্বের মারহালার বার্ষিক পরীক্ষার ফলাফল, বোর্ড পরীক্ষার স্তর ও গড়সহ আনুষাঙ্গিক বিষয় উল্লেখ করতে হবে। দরখাস্তের সঙ্গে সদ্য ফারেগ হওয়া মারহালার বার্ষিক পরীক্ষার মার্কশীট যুক্ত করতে হবে। অন্যথা সঠিকভাবে বোর্ডের নিবন্ধন ও রোল নম্বর উল্লেখ করতে হবে।

বিভাগভিত্তিক কোটা ও মেয়াদ

  • উচ্চতর ইসলামি আইন (ইফতা) বিভাগ। মেয়াদ ২ বছর। কোটা : ৫০ জন।
  • উচ্চতর হাদিস গবেষণা (উলুমুল হাদিস) বিভাগ। মেয়াদ ২ বছর। কোটা ৪০ জন
  • উচ্চতর কুরআন গবেষণা (তাফসির) ও দাওয়াহ বিভাগ। মেয়াদ ১ বছরঅ। কোটা ৩০ জন।
  • উচ্চতর আরবি সাহিত্য (আদব) বিভাগ। মেয়াদ ১ বছর। কোটা ৫০ জন।
  • দাওরায়ে হাদিস (তাকমিল)। মেয়াদ ১ বছর। কোটা ১০০ জন।
  • মিশকাত (ফযিলত)। মেয়াদ ১ বছর। কোটা ১০০ জন।
  • হিফজুল কুরআন বিভাগ

বিভাগভিত্তিক ভর্তি পরীক্ষার বিষয়

ইফতা

মৌখিক : * হিদায়া-৩/ফাতহুল কাদীর * নুরুল আনওয়ার (কিতাবুল্লাহ)

লিখিত : * ফিকহ্, উসূলে ফিকহ * উন্মুক্ত প্রবন্ধ

হাদিস

মৌখিক : * সহীহ বুখারী-১/ফাতহুল বারী * শরহে নুখবা
লিখিত : * হাদিস, উসূলে হাদিস * উন্মুক্ত প্রবন্ধ

তাফসির

মৌখিক : * তাফসীরে জালালাইন * নাহু-সরফ
লিখিত : * আরবি প্রবন্ধ

আদব

মৌখিক : * আল-কিরাআতুর রাশিদা * নাহু-সরফ
লিখিত : * আরবি প্রবন্ধ

দাওরা

মৌখিক * মিশকাত শরীফ-১,২ *আরবি, উর্দু ইবারত

মিশকাত

মৌখিক * হিদায়া-১,২ *আরবি, উর্দু ইবারত

ফরম: ২০০ (দুই'শ) টাকা। ভর্তি ফি: ২০০০ (দুই হাজার) টাকা। আইডি কার্ড: ২৫০ (দুই'শ পঞ্চাশ) টাকা।

খোরাকী :

দাওরা-মিশকাত: পূর্বের মারহালায় মুমতায: সম্পূর্ণ ফ্রি। জায়্যিদ/জাঃজিদ্দান: সামর্থ অনুযায়ী। তাখাসসুসাত: নন যাকাত: ৩৫০০ (তিন হাজার পাঁচ'শ) টাকা। ইমদাদী: সাধ্যানুযায়ী।

ভর্তি কার্যক্রম পরিচালিত হবে- আল-হেরা টাওয়ার, কুড়াতলী বাজার, কুড়িল বিশ্বরোড, ঢাকা

ভর্তির সময় যা লাগবে :

এক কপি রঙ্গিন ছবি, জাতীয় পরিচয়পত্র/জন্ম সনদের কপি (অনলাইন), পূর্বের মারহালার মার্কশীট সঙ্গে আনতে হবে।

যোগাযোগ : ০১৮১৯-২৫১০৭০

ঠিকানা : শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা, কাওলা নামাপাড়া, দক্ষিণখান, ঢাকা-১২৩০।

হাআমা/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ