বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫ ।। ২১ ফাল্গুন ১৪৩১ ।। ৬ রমজান ১৪৪৬


ঢাকায় চালু হচ্ছে জেনারেল শিক্ষিতদের জন্য দ্বীনি শিক্ষার বিশেষ কোর্স

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানী ঢাকায় চালু হচ্ছে জেনারেল শিক্ষিতদের জন্য দ্বীনি শিক্ষার বিশেষ কোর্স।  ৪ (চার) বছর মেয়াদী এই কোর্সটির উদ্যোক্তা দেশের স্বনামধন্য দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান মিরপুর পল্লবীতে অবস্থিত মারকাযুল ফাতাওয়া আল ইসলামিয়া ঢাকা ও জামেআ আবদুল্লাহ ইবনে মাসউদ রা.-এর প্রতিষ্ঠাতা পরিচালক বরেণ্য আলেম মুফতী মুহাম্মাদ ইয়াহইয়া

কোর্সটির উদ্দেশ্য সম্পর্কে আওয়ার ইসলামকে তিনি জানান, একান্ত যারা মাদরাসায় পড়েন, তারাই সাধারণত দ্বীনি শিক্ষা পেয়ে থাকেন। কিন্তু জেনারেলে যারা পড়েন, তাদের জন্য একান্ত দ্বীনি শিক্ষা নেই বললেই চলে। তাই তাদের জন্যই আমাদের এই আয়োজন।

কোর্সে কারা ভর্তি হতে হওয়ার যোগ্যতা রাখে? নিয়মাবলি কী? ইত্যাদি বিষয়ে তিনি বলেন,

ভর্তির যোগ্যতা

  • কুরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারা (অন্তত ১/২ পারা নাযেরা)।
  • নূন্যতম এইচ এস সি পাশ হতে হবে।
  • ইসলামিক জীবন যাপনে আগ্রহী হতে হবে।
  • হালাল পেশাজীবী হতে হবে।
  • ভর্তি পরীক্ষায় মনোনীত হতে হবে

নিয়মাবলি :

  • ৪ (চার) বছর মেয়াদী মোট আট সেমিস্টার বিশিষ্ট হবে।
  • প্রতি সেমিস্টারে পাশ নাম্বার পেতে হবে।
  • ক্লাসে নিয়মিত হতে হবে। (কমপক্ষে ৮০% উপস্থিতি থাকতে হবে)

কোর্সের লক্ষ্য বৈশিষ্ট্যসমূহ :

  • এক বছরের মধ্যে আরবি কথোপকথন ও নির্বাচিত আরবি কিতাবাদি পড়ার যোগ্যতা অর্জন।
  • ইসলামের বুনিয়াদি আকাইদ, ফরযে আইন ইলম ও প্রয়োজনীয় মাসাইল শিক্ষার বিশেষ গুরুত্বারোপ।
  • কুরআনুল কারীমের তরজমা ও সংক্ষিপ্ত তাফসীর অধ্যয়নের যোগ্যতা অর্জন।
  • হাদিসে নববীর অনুবাদ ও ব্যাখ্যা অধ্যয়নের যোগ্যতা অর্জন।
  • আরবি ও উর্দু ভাষায় রচিত কিতাব অধ্যয়নের সক্ষমতা অর্জন।
  • কওমি সিলেবাসের মৌলিক কিতাবগুলো পাঠদান।
  • দেশবরেণ্য বিজ্ঞ আলেম ও মুফতীগণ দ্বারা পরিচালিত।
  • সুদক্ষ ও অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী দ্বারা আরবি ও উর্দু ভাষার পাঠদান।
  • ক্লাসের পাঠ ক্লাসেই শেখানোর প্রচেষ্টা।◇ সাপ্তাহিক দরস (ক্লাস): রবি, মঙ্গলবার ও শুক্রবার
  • ◇ দরসের সময়: রবি ও মঙ্গলবার এক ঘন্টা পনেরো মিনিট, শুক্রবার দুই ঘণ্টা।
  • ◇ ব্যাচ: সকাল (ফজরের পর) ও রাত (৮ টা থেকে) দুটি ব্যাচে দরস হবে। তবে শুক্রবার উভয় ব্যাচের দরস (বাদ ফজর দুই ঘন্টা) একসাথে হবে।
  • ◇ ভর্তির মেয়াদ: ১০ শাওয়াল পর্যন্ত।

ভর্তি ফি : ৩,০০০/-
মাসিক প্রদেয় : ২,৫০০/-

যোগাযোগ: ০১৭১৭-১১০৫৫৮, ০১৯৬৫-৮৭৯২৭২
ঠিকানা : ১/বি/২,২৯/এ, ঝিলপাড়, পল্লবী, মিরপুর-১২

হাআমা/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ