রবিবার, ০২ ফেব্রুয়ারি ২০২৫ ।। ১৮ মাঘ ১৪৩১ ।। ৩ শাবান ১৪৪৬


উত্তরায় গড়ে ওঠছে ফতোয়া বিভাগের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান জামিয়া বিন নূরিয়া ইসলামিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর উত্তরায় পথচলা শুরু করেছে উচ্চতর ইসলামি শিক্ষাকেন্দ্র জামিয়া বিন-নূরিয়া ইসলামিয়া। প্রতিষ্ঠানে রয়েছে ইসলামি আইনশাস্ত্রের পাঠ আত-তাখাসসুস ফিল ফিকহি ওয়াল ইফতা বিভাগ। এই ফতোয়া বিভাগে রয়েছে কিতাবাদীর ব্যাপক সংগ্রহ ও মুতালাআর সুন্দর পরিবেশ।

প্রতিষ্ঠানটির উচ্চতর এই তাখাসসুস বিভাগের সার্বিক তত্ত্বাবধায়ক হিসাবে আছেন শাইখুল ইসলাম মুফতি তকি উসমানী হাফিজাহুল্লাহ-এর সুযোগ্য শাগরেদ আল্লামা মুফতি জিয়াউর রহমান (সিনিয়র মুফতি জামিয়া রাহমানিয়া আরাবিয়া, মোহাম্মাদপুর, ঢাকা)।

পরিচালনায় রয়েছেন মুফতি ওয়ালীউল্লাহ্ নূর (প্রতিষ্ঠাতা পরিচালক অত্র জামিয়া ও পেশ ইমাম, বাইতুন নূর কেন্দ্রীয় জামে মসজিদ, উত্তরা। মোবাইল নাম্বার: ০১৯১৭-৩০৭৪৬৪)।

সম্প্রতি প্রতিষ্ঠানটি আত-তাখাসসুস ফিল ফিকহি ওয়াল ইফতা (এক বছর, দ্বিতীয় বর্ষ ঐচ্ছিক) বিভাগে এক ভর্তি বিজ্ঞপ্তি ঘোষণা করেছে। ভর্তি শুরু হবে পবিত্র রমজানের পর ৭  শাওয়াল থেকে।

ভর্তি পরীক্ষার বিষয়ে প্রতিষ্ঠানটি জানায়,  

১. লিখিত পরীক্ষার বিষয় হিসাবে থাকছে : ক. হেদায়া (সালেস)। খ. নুরুল আন্ওয়ার (কিতাবুল্লাহ)।

২.  মৌখিক পরীক্ষার বিষয় হিসাবে থাকছে: ক. হেদায়া (সালেস)। খ. প্রাসঙ্গিক যে কোন বিষয়।

ভর্তির শর্তাবলী:

১) আবেদনকারীকে ফফিলত ও তাকমীল মারহালায় প্রথম বিভাগে উত্তীর্ণ হতে হবে।

২) ভর্তি ফরমের সাথে জমা দিতে হবে:

ক. ফযিলত ও তাকমীল মারহালার নাম্বারপত্র।

খ. জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি ওয়ালীউল্লাহ্ নূর আওয়ার ইসলামকে জানান, আলহামদুলিল্লাহ! আল্লাহর অশেষ কৃপায় আমরা যাত্রা শুরু করেছি। আমাদের চেষ্টা ও সাধনা থাকবে যুগসমস্যার মোকাবেলায় বিজ্ঞ ও গবেষক মুফতি তৈরী করা।

এসময় তিনি ইফতা বিভাগের বৈশিষ্ট্য সম্পর্কে জানান,

১। অভিজ্ঞ মুফতিদের তত্ত্বাবধানে পরিচালিত।

২। দারুল উলূম দেওবন্দ ও দারুল উলূম করাচির নেসাবের সমন্বয়ে গঠিত নেসাব।

৩। আধুনিক মাসায়েল ও মুআমালাতের বিষয়ে বিশেষ গুরুত্বারোপ।

৪। উল্লেখযোগ্য পরিমাণ ফাত্ওয়ার তামরীন ও মাকালা

 লেখার প্রতি বিশেষ গুরত্ব।

৫। নির্বাচিত বিষয়ে মুহাযারা  প্রদান।

৬। উলূমুল হাদিস সম্পর্কে মৌলিক ধারণা প্রদান।

৭। ফিকহুল হালাল, তাকাফুল ও ইসলামিক ব্যাংকিং ইত্যাদি আধুনিক বিষয়ে বিশেষ কোর্সের ব্যবস্থা।

৮। অতি অল্প সময়ে অত্যাধুনিক পদ্ধতিতে সঠিকভাবে ফাত্ওয়া হল করার পদ্ধতি শিখানো।

৯। লিখিত ফাত্ওয়াগুলো ডিজিটাল ওয়েবসাইটে প্রকাশ করা।

১০। সার্বক্ষণিক নেগরানীর ব্যবস্থা।

সার্বিক যোগাযোগ :

মুফতি আব্দুল মাজীদ মামুন রাহমানী প্রধান মুফতি, অত্র জামিয়া। ইফতা : জামিয়া বিন-নূরিয়া আলামিয়্যাহ, করাচি, পাকিস্থান। মোবাইল : ০১৮৯০৩১৬০৪৫

ঠিকানা: জামিয়া বিন-নূরিয়া ইসলামিয়া। বাড়ী # ৩২,  রোড # ৬/বি, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা-১২৩০।

হাআমা/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ