টঙ্গীতে দ্বীনি শিক্ষার আলো ছড়াচ্ছে জামি’আ রহমানিয়া সওতুল হেরা। প্রতিষ্ঠানটির বর্তমান মুহতামিম হিসাবে রয়েছেন মুহাম্মাদুল্লাহ হাফেজ্জি রহ. এর রাজনৈতিক সহযোদ্ধা ও জামিয়া নূরিয়া কামরাঙ্গীচর ঢাকা’র সাবেক সিনিয়র মুহাদ্দিস মাওলানা শামসুর রহমান যশোরী।
প্রতিষ্ঠানটি ১৯৮১ সালে গাজীপুর জেলার অন্তর্গত টঙ্গী থানাধীন পূর্ব আরিচপুর জামাই বাজারে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মুতাওয়াল্লী জনাব আলহাজ্জ আব্দুল কুদ্দুস ও বর্তমান মুতাওয়াল্লী ও সভাপতি জনাব হারুনুর রশীদ রয়েছেন সার্বিক পৃষ্ঠপোষকতায়।
জানা যায়, মাদরাসায় রয়েছে চারটি বিভাগ: ১) কিতাব বিভাগ হিফয বিভাগ। ৩) নাজেরা বিভাগ। ৪) মকতব বিভাগ।
সম্প্রতি মাদরাসাটি এক ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। হিফয, নাজেরা ও মকতব বিভাগে ১লা রমযান থেকে ২০ রমযান পর্যন্ত ভর্তি চলবে। কিতাব বিভাগে ভর্তি চলবে-৮ ও ৯ শাওয়াল পর্যন্ত।
প্রতিষ্ঠানটির মুহতামিম মাওলানা শামসুর রহমান যশোরী জানান, আমাদের মাদরাসা থেকে আলহামদুলিল্লাহ ২০২৪ সালে বেফাকের রেজাল্ট- ১ম,২য় ও ৩য় স্থানসহ মোট ৩৮ জন মেধাতালিকা, যা টঙ্গী অঞ্চলে সর্বাধিক।
তিনি জানান, কিতাব বিভাগের যে কোনো জামাতে মেধাতালিকায় ১ম স্থান অধিকারীর জন্য পুরস্কার হিসাবে পবিত্র উমরা পালনের সুযোগ রয়েছে। অন্য যে কোনো সিরিয়াল প্রাপ্তদের জন্য রয়েছে নগদ অর্থসহ ঈর্ষণীয় পুরস্কার।
এছাড়া আরো রয়েছে,
- কিতাব বিভাগে সিরিয়াল প্রাপ্তদের জন্য রয়েছে পরবর্তী বেফাক পরীক্ষা পর্যন্ত মাসিক বৃত্তি ও ফ্রি খানা। এ সুবিধা নতুন-পুরাতন সকলের জন্য প্রযোজ্য।
- হিফজ বিভাগে সিরিয়াল প্রাপ্তদের জন্য রয়েছে পরবর্তী বছর ভর্তি ফ্রি ও মাসিক বৃত্তি।
- গবীর ও মেধাবীদের সুযোগ সুবিধা- ভর্তি ফ্রি ও ফ্রি খানাসহ অন্যান্য সুযোগ সুবিধা।
ভবিষ্যত পরিকল্পনা:
- তাখাস্সুস বিভাগ চালু করা। (ইফতা, উলূমুল হাদীস, আদব ও দাওয়াহ বিভাগ)।
- ৫ম, ৮ম ও ১০ম শ্রেণীতে স্কুলে জেনারেল পরীক্ষার ব্যবস্থা।
কম্পিউটার ল্যাবের মাধ্যমে ছাত্রদের প্রশিক্ষণের ব্যবস্থা।
মাদরাসার বৈশিষ্ট্য:
কিতাব বিভাগ
- তালিমের সাথে সাথে তারবিয়াতের প্রতি বিশেষ গুরুত্বারূপ।
- হাফেজ ও স্কুল পড়ুয়া ছাত্রদের এক বছরে উর্দূ-ফার্সি ও অন্যান্য বিষয়ে পারদর্শী করে বেফাকের ইবতেদাইয়্যাহ পরীক্ষার উপযুক্ত করে তোলা হয়।
- ইবতেদাইয়্যাহ ও তাইসীর জামাতে বেফাক ও মেখল মাদরাসার নেসাবের সমন্বয়ে উর্দূ-ফার্সি ভাষার পাঠদান।
- মীযান জামাতে কাদীম ও মাদানী নেসাবের সমন্বয়ে পাঠদানের মাধ্যমে ছাǎদের আরবি ভাষায় দক্ষ ও যোগ্য করে তোলা হয়।
- নাহু ও সরফে মেখল মাদরাসার তরযে বিশেষ মেহনতের মাধ্যমে দক্ষ করে তোলা হয়।
- ইবতেদাইয়্যাহ থেকে কাফিয়া জামাত পর্যন্ত ইংরেজী ভাষার পাঠদান।
- বিষয় ভিত্তিক গভীরতা অর্জনের জন্য বছরে কয়েকবার বিভিন্ন বিষয়ে ইলমী মুবাহাসা (বিতর্কের) আয়োজন করা হয়।
- ইলমে আদবের জাদীদ ও কাদীম কিতাবের পাঠদান। এর মাধ্যমে আরবি কিতাব পড়া, বুঝা ও তারকীব করার যোগ্য করে তোলা হয়।
- প্রতিদিন বাদ এশা আরবি মুকালামা (কথোপকথন) ও লেখালেখির বিশেষ মেহনত করা হয়।
- সবক ভালোভাবে আয়ত্ব করার জন্য দৈনিক ও সপ্তাহিক তাকরারের ব্যবস্থা।
- হাফেজ ছাত্রদের কুরআন ইয়াদ রাখার জন্য প্রতিদিন বাদ ফজর দাওরের ব্যবস্থা।
- হাতের লেখা সুন্দর করার জন্য হস্তলিপি প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়।
- দরসী কিতাবের নির্ভরযোগ্য আরবি, উর্দু সুরুহাত মুতালার জন্য জামাত ভিত্তিক পাঠাগারের সুব্যবস্থা।
- সমসাময়িক জ্ঞান লাভের জন্য বিশাল ছাত্র পাঠাগার।
- যোগ্য দাঈ হিসেবে গড়ে তোলতে সাপ্তাহিক বক্তৃতা প্রশিক্ষণের ব্যবস্থা।
- সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রণ করা হয়।
- ২৪ ঘণ্টা দারুল ইকামার বিশেষ নেগরানী।
- মানসম্মত খাবার ও প্রত্যেক ফ্লোরে বিশুদ্ধ পানির জন্য ফিল্টারের ব্যবস্থা।
- পড়াশোনার পাশাপাশি ছাত্রদের আখলাকী উন্নতির জন্য প্রতি বুধবার বাদ ইশা তরবিয়াতি জলসার ব্যবস্থা।
মকতব বিভাগ:
- প্রথম শেণীতে কুরআনুল কারীম বিশুদ্ধভাবে পড়ার যোগ্যতা অর্জন।
- দ্বিতীয় শ্রেণীতেই হেফজের উপযুক্ত করে গড়ে তোলা হয়।
- আরবীর সাথে সাথে বাংলা, গণিত ও ইংরেজ প্রতি বিশেষ গুরুত্বের সাথে পাঠদান।
- ছাত্রদের খেলাধুলা করার মনোরম পরিবেশ।
- ক্লাসের পড়া ক্লাসেই মুখস্থ করানো হয়।
হিফজ বিভাগ:
- দুর্বল ও অমনোযোগী ছাত্রদের দুর্বলতা চিহ্নিত করে আগে বাড়ানোর প্রচেষ্টা।
- নিয়মিত বিশ্ব বিখ্যাত হাফেজ-ক্বারীদের কুরআন তেলাওয়াত মাশক্ব ও লাহান অনুকরণের সুব্যবস্থা।
- কুরআন তেলাওয়াতের মান উন্নয়নের জন্য মাসিক প॥তিযোগিতার আয়োজন ও পুরস্কার বিতরণ।
- ইয়াদ মজবুত করার লক্ষ্যে দৈনিক প্রশ্নোত্তর ও তাহাজ্জুদ নামাযে তেলাওয়াত।
- শিক্ষার পাশাপাশি ছাǎদের আমলী যিন্দেগী গঠনের প॥তি বিশেষ গুরুত্বারূপ।
এদিকে প্রতিষ্ঠানটির ভর্তির সময় প্রয়োজনীয় কাগজপত্র- জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধনের ফটোকপি ও পাসপোর্ট দুই কপি ছবি এবং অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করতে আহ্বান জানিয়েছে।
ভর্তির জন্য যোগাযোগ:
কিতাব বিভাগ- ০১৭১৫১৬২৬৫৬
হিফয বিভাগ- ০১৯৩৫৬৭১০৫৯
মকতব বিভাগ- ০১৮৮৯৯১৪৮৮২
যাতায়াত: বাংলাদেশের যে কোনো জায়গা হতে টঙ্গী বাজার / স্টেশন রোড থেকে রিক্সা যোগে জামাই বাজার জামিআ ভবন।
হাআমা/