রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪ ।। ২৪ ভাদ্র ১৪৩১ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

আল্লামা ইসহাক ফরিদী রহ. স্মরণে ৩ তিনব্যাপী অনলাইন কনফারেন্স অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| আদিয়াত হাসান ||

অনলাইন নিউজ পোর্টাল আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের ভিন্নধর্মী আয়োজন ‘মনীষী গবেষণা সপ্তাহ’র অংশ হিসেবে আল্লামা ইসহাক ফরিদী রহ. স্মরণে ৩ তিনব্যাপী অনলাইন কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ জুন) থেকে শুরু হওয়া কনফারেন্সে ‘আল্লামা ইসহাক ফরিদী রহ. : জীবন কর্ম ও সাধনা’ বিষয়ে অতিথিরা আলোচনা করেন।

প্রতিদিন রাত ৯ থেকে ঘণ্টাব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন আল্লামা ইসহাক ফরিদী রহ. এর সহপাঠী, সহকর্মী, শাগরেদ, আত্মীয়স্বজনসহ দেশবরেণ্য শাইখুল হাদিস, মুহাদ্দিস, লেখক, সাংবাদিক, সংগঠক ও চিন্তক আলেমগণ।

শনিবার (৮ জুন) রাত ৯টায় আয়োজিত প্রথম অনলাইন কনফারেন্সে উপস্থিত ছিলেন দারুল উলুম বনশ্রী ঢাকার শাইখুল হাদিস মাওলানা আসাদ আল হুসাইনী, চৌধুরীপাড়া শেখ জনূরুদ্দীন রহ. দারুল কুরআন মাদরাসা ঢাকার মুহতামিম ও শাইখুল হাদিস মাওলানা মাহফুজুল হক কাসেমী, জামিয়া শারইয়্যা মালিবাগ ঢাকার নায়েবে মুহতামিম মুফতি হাফিজুদ্দীন, চৌধুরীপাড়া শেখ জনূরুদ্দীন রহ. দারুল কুরআন মাদরাসা ঢাকার মুহাদ্দিস মাওলানা ফারুক হুসাইন, জামিয়া ইসলামিয়া আরাবিয়া ষোলঘর, মুন্সিগঞ্জ’র প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হুসাইন আহমদ ইসহাকী, শীলন বাংলাদেশ’র প্রেসিডেন্ট মাসউদুল কাদির।

রোববার (৯ জুন) রাত ৯টায় আয়োজিত দ্বিতীয় অনলাইন কনফারেন্সে উপস্থিত ছিলেন সওতুল হেরা মাদরাসা বাসাবো ঢাকার মুহতামিম আল্লামা মুফতি আব্দুর রাজ্জাক আল হুসাইনী, চৌধুরীপাড়া শেখ জনূরুদ্দীন রহ. দারুল কুরআন মাদরাসা ঢাকার নায়েবে মুহতামিম মাওলানা খুরশিদ আলম কাসেমী, নন্দিত লেখক, মুহাদ্দিস ও আল্লামা ইসহাক ফরিদী রহ. এর মেয়ে জামাত মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন, রেলওয়ে মাহমুদিয়া মাদরাসা শাহজাহানপুর ঢাকার মুহতামিম মুফতি সুলতান আহমাদ জাফরী, আওয়ার ইসলাম সম্পাদক মুফতি হুমায়ুন আইয়ুব, আল্লামা ইসহাক ফরিদী রহ. এর একমাত্র সাহেবজাদা আবু সাঈদ মুহাম্মদ সায়েম।

সোমবার (১০ জুন) রাত ৯টায় আয়োজিত তৃতীয় ও সমাপনী অনলাইন কনফারেন্সে উপস্থিত ছিলেন জামিয়া দারুল উলুম জমিরিয়া মাদরাসা দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকার মুহতামিম মাওলানা কেফায়েতুল্লাহ, তেজগাঁও রেলওয়ে জামিয়া ইসলামিয়া ঢাকার  শাইখুল হাদিস ড. মাওলানা মুশতাক আহমাদ, জামিয়া ইকরা বাংলাদেশ’র রঈস মাওলানা আরীফ উদ্দীন মারুফ, চৌধুরীপাড়া শেখ জনূরুদ্দীন রহ. দারুল কুরআন মাদরাসা ঢাকার সিনিয়র মুহাদ্দিস মাওলানা মুসলিম উদ্দিন, দারুল উলুম বনশ্রী ঢাকার নাযেমে তালিমাত মাওলানা জামীল আহমাদ, হেফাজতে মুসলিমীন পরিষদ বাংলাদেশ’র সভাপতি মাওলানা নুরুল আলম ইসহাকী, মাসিক নকীবের নির্বাহী সম্পাদক জিয়াউল আশরাফ।

আল্লামা ইসহাক ফরিদী রহ. স্মরণে ৩ তিনব্যাপী অনলাইন কনফারেন্স সঞ্চালনা করেন আওয়ার ইসলামের বার্তা সম্পাদক কাউসার লাবীব।

অনলাইন কনফারেন্স ছাড়াও ‘মনীষী গবেষণা সপ্তাহ’ উপলক্ষে ‘আল্লামা ইসহাক ফরিদী রহ. : জীবন কর্ম ও সাধনা’ বিষয়ে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা ও বিশেষ লেখা প্রকাশ করছে আওয়ার ইসলাম।

কেএল/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ