বুধবার, ০২ এপ্রিল ২০২৫ ।। ১৮ চৈত্র ১৪৩১ ।। ৪ শাওয়াল ১৪৪৬


পথশিশুদের সাথে ঈদ-আনন্দ একঝাঁক তরুণ আলেমের


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

ঈদের দিন সকালে পথশিশুদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করবে তানযিমুল উলামা ওয়াল আইম্মাহ্ ও বাংলাদেশ ইমাম মুসল্লী কল্যাণ পরিষদ। 

ঈদের দিন সকাল ১০টায় পুরান ঢাকার  জুরাইন ও গেণ্ডারিয়া রেল স্টেশনে দুইশত পথশিশুর মাঝে বাহারি পদের রান্না করা খাবারের প্যাকেট বিতরণ করবে সংস্থা দুটি। 

এতে উপস্থিত থাকবেন, তানযিমুল উলামা ওয়াল আইম্মাহ্-এর সেক্রেটারি মুফতি শফিক সাদী, মাওলানা আনোয়ার হামিদী, মাওলানা রিয়াজুল ইসলাম,মাওলানা হাসান বিন বাশার,মাওলানা আল আমিন,মাওলানা সাইয়েদ হোসাইন,আফিফ মোহাম্মদ রাহাত ও বাংলাদেশ ইমাম মুসল্লী কল্যাণ পরিষদের সদস্যবৃন্দ। এছাড়া তাদের এ উদ্যোগে সহযোগিতা করবেন মুরাদপুর অঞ্চলের যুব সমাজ।

ইতোমধ্যে তাদের এই যুগান্তকারী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ। এলাকার মুরব্বীরা মনে করেন, ঈদের দিন ধনী-গরীব সকলেরই আনন্দে মেতে ওঠার অধিকার আছে। সমাজের সকলে যখন নিজেকে নিয়ে ব্যস্ত, তখন পথশিশুদের সাথে ঈদ-আনন্দ ভাগাভাগি করা প্রশংসনীয় একটি উদ্যোগ।

তানযিমুল উলামা ওয়াল আইম্মাহ্-এর সেক্রেটারি মুফতি শফিক সাদী বলেন , ঈদ মানে আনন্দ। ঈদের সময় আমরা সকলেই সাধ্যমত নতুন পোশাক পরার ও ভালো খাবার খাওয়ার চেষ্টা করি। তবে সমাজের ঘর-বাড়িহীন কিছু মানুষ; যাদের গোঁজার ঠাঁই নেই। খোলা আকাশের নিচেই বসবাস—পার্কে, রাস্তার পাশে বা রেলস্টেশনে। রোদ-বৃষ্টি- ঝড় নিত্যদিনের সঙ্গী। ঈদের দিনেও তাদের ভালো কোন খাবারের ব্যবস্থা হয় না। তাদের প্রতি আমাদের দায় রয়েছে। এ দায় থেকে তাদের মাঝে এদের খুশি ভাগাভাগি করার জন্য আমাদের এই উদ্যোগ। তাদের মুখে হাসি ফুটলে আমাদেরে ঈদের আনন্দ পূর্ণতা পাবে। 

তিনি আরও বলেন, ভবিষ্যতে বৃহৎ পরিসরে আমরা এই আয়োজন করব ইনশাআল্লাহ। যাতে ঈদের দিনে কোন মানুষ অনাহারে না থাকে। এই প্রত্যাশা করি। পাশাপাশি তিনি অন্যদেরও এ কাজে অংশ নিতে আহ্ববান জানিয়েছেন।

জানা যায় তাদের এ উপহারের প্রতি প্যাকে থাকবে:

  • পর্যাপ্ত পরিমাণ পোলাও,
  • এক পিস রোস্ট,
  • একটি ডিম,
  •  রান্না করা সেমাই ,
  • হাফ লিটার পানি ও
  • একটি মোজো।                  

এমএম/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ