শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা নেতানিয়াহুকে হত্যাচেষ্টার অভিযোগে ইসরায়েলি নাগরিক গ্রেপ্তার 'উলামায়ে কেরামদের বাদ দিয়ে দেশের উন্নয়ন অসম্ভব'   নিউইয়র্কে যাদের সঙ্গে বৈঠক হতে পারে প্রধান উপদেষ্টার গাজাজুড়ে ইসরায়েলের নৃশংস হামলা, নারী-শিশুসহ নিহত ২৮ ফিলিস্তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার রাজনীতি বন্ধের সিদ্ধান্ত 'ঢাবি ও জাবির হত্যাকাণ্ডে জড়িত খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে' ঢাবিতে যুবক হত্যায় ছাত্রলীগ নেতাসহ ৩ জন আটক কওমী মাদরাসার ছাত্রদেরকে বিসিএস এ অংশগ্রহণের সুযোগ না দেওয়া বৈষম্য: মুফতী ফয়জুল করীম শায়খে চরমোনাই  সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে ঢাকায় সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ

এক ফোনে দুটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চালাবেন যেভাবে


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

একই ডিভাইসে একাধিক অ্যাকাউন্ট ব্যবহারের ফিচার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে হোয়াটসঅ্যাপ। শিগগিরই এই সুবিধা পাবেন ব্যবহারকারীরা। মেটা কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে, এই ফিচারটি আগামী কয়েক সপ্তাহের মধ্যে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত হবে।

মেটা প্রধান মার্ক জাকার্বার্গ নিজে জানিয়েছেন, এই ফিচার সুবিধায় ব্যবহারকারীদের আর একাধিক ফোন ব্যবহারের প্রয়োজন হবে না। ডুয়াল-সিমের ফোনে একটি অ্যাপ থেকেই ব্যবহারকারী দুটি অ্যকাউন্ট খুলতে পারবেন। একাধিক অ্যাকাউন্টের সাপোর্টের জন্য এই ফিচারটি চালু করতে দ্বিতীয় নম্বরে সক্রিয় আরেকটি সিম কার্ডের প্রয়োজন হবে। আর বিকল্প হিসেবে ই–সিম সুবিধাও নিতে পারবেন।

কীভাবে একটি হোয়াটসঅ্যাপ থেকে দুটি মোবাইল নম্বরে পৃথক অ্যাকাউন্ট ব্যবহার করবেন, সেই প্রক্রিয়া জেনে নেওয়া যাক—

একই অ্যাপে দুটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চালু করার কাজটি খুবই সহজ। এজন্য প্রথমেই দরকার হবে দুটি সক্রিয় নম্বরের স্মার্টফোন। এরপর হোয়াটসঅ্যাপ সেটিংসে প্রবেশ করতে হবে। সেখানে আপনার অ্যাকাউন্ট নামের পাশে অ্যারোতে প্রেস করুন। এরপরে অ্যাড অ্যাকাউন্ট অপশন বেছে নিন। এখান থেকেই আপনি দ্বিতীয় অ্যাকাউন্টের সেটআপ প্রক্রিয়া শুরু করতে পারবেন।

সম্প্রতি এই ফিচারের ঘোষণা করেছে হোয়াটসঅ্যাপ। তবে সব ফোনেই এই ফিচার এখনই পৌঁছে যাবে এমন নয়। বিটা পরীক্ষকরা এই মুহূর্তে ফিচারটির পরীক্ষা করছেন। সবার জন্য এই সুবিধা উন্মুক্ত হতে কয়েক সপ্তাহ অপেক্ষা করতে হবে। অক্টোবরের শেষ বা নভেম্বরের শুরুতেই ফিচারটি সব ফোনে পৌঁছে যাবে বলে জানা গেছে।  

এনএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ