বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫ ।। ৪ বৈশাখ ১৪৩২ ।। ১৯ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
ওয়াকফভূমি দখলের নীলনকশা তৈরি করেছে ভারত সরকার: যুব জমিয়ত হেফাজতে ইসলামের নরসিংদী জেলা কমিটি গঠন দল নিবন্ধনের সময়সীমা ৯০ দিন বাড়ানোর আবেদন এনসিপির উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে সবক শুরু বরিশাল জামিয়া ইসলামিয়া হোসাইনিয়ার ‘নির্বাচনী চাপ প্রয়োগে সংস্কারকে বাধাগ্রস্ত করা গাদ্দারির সমতুল্য’ কওমি মাদরাসার শিক্ষার্থীদের জন্য নতুন স্কলারশিপ প্রোগ্রাম চালু ওয়াকফ আইন নিয়ে অন্তর্বর্তী নির্দেশিকার পথে সুপ্রিম কোর্ট নতুন শিক্ষাবর্ষে ইলমপিপাসুদের পদচারণায় মুখরিত হাটহাজারী মাদরাসা ক্যাম্পাস ওয়াকফ আইন নিয়ে ভারত সরকারের বক্তব্য সম্পূর্ণ মিথ্যা: মাওলানা আরশাদ মাদানি ইরানের সাথে তেল-বহির্ভূত বাণিজ্যে সৌদির সর্বোচ্চ রেকর্ড

ভারতের ওয়াকফ বিল নিয়ে জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের তীব্র প্রতিবাদ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

ভারতের লোকসভায় পাস হওয়া বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিলের তীব্র প্রতিবাদ জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের নেতৃবৃন্দ। 

নেতৃবৃন্দ বলেন, এই বিলটি উদ্দেশ্যপ্রণোদিত, যা ভারতের উগ্র হিন্দুত্ববাদী সরকারের ইসলামবিদ্বেষী নীতিরই আরেকটি উদাহরণ। বিলটির মাধ্যমে মুসলিমদের ধর্মীয় প্রতিষ্ঠান—মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, এতিমখানা—এসব পবিত্র সম্পদের ওপর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের দ্বার খুলে দেওয়া হয়েছে। এর ফলে ওয়াকফ বোর্ডের স্বায়ত্তশাসন প্রশ্নবিদ্ধ হয়েছে এবং মুসলমানদের ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক অধিকার সরাসরি হুমকির মুখে পড়েছে।

বিশেষত, সংশোধিত বিলে অমুসলিম সদস্য অন্তর্ভুক্তির বাধ্যবাধকতা, একটি স্পষ্ট হস্তক্ষেপ এবং মুসলিম স্বার্থের ওপর রাষ্ট্রের কর্তৃত্ব প্রতিষ্ঠার ইঙ্গিত বহন করে। এটি একটি গভীর রাজনৈতিক চাল, যার লক্ষ্য হলো মুসলিমদের ধর্মীয় পরিকাঠামো ও স্বকীয়তা দুর্বল করা।

আমরা ভারত সরকারের প্রতি আহ্বান জানাই—তারা যেন ধর্মীয় সংখ্যালঘুদের উপর দমনমূলক ও বৈষম্যমূলক নীতি পরিহার করে, মুসলমানদের ধর্মীয় অধিকার ও সম্পদের সুরক্ষা নিশ্চিত করে।

একইসঙ্গে, আমরা বাংলাদেশের সরকারের প্রতি অনুরোধ জানাই—এ বিষয়ে আন্তর্জাতিক অঙ্গনে জোরালো কূটনৈতিক অবস্থান গ্রহণ করুক, যেন ধর্মীয় অধিকারের এই লঙ্ঘনের বিরুদ্ধে সম্মিলিত প্রতিক্রিয়া গড়ে ওঠে।

এ সময় উপস্থিত ছিলেন, জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে’র সভাপতি-ড. মাওলানা শুয়াইব আহমদ। সিনিয়র সহ-সভাপতি- মুফতি মাওলানা আব্দুল মুনতাকিম। সহ-সভাপতি-হাফিজ মাওলানা সৈয়দ তাছাদ্দুক আহমদ (কিদির্মিনিষ্টার),মাওলানা হামিদুর রহমান হিলাল (নিউক্যাসল),মাওলানা আব্দুল মজীদ (ডালষ্টন),মাওলানা ফখর উদ্দীন (বামিংহাম), মাওলানা শাহ আমীনুল ইসলাম (স্কানথপ),

মাওলানা মুফতি ছাবির (ওয়ালসল),মাওলানা আব্দুস সালাম (ব্রাডফোর্ড),মাওলানা আব্দুল হান্নান (লুটন),শায়খ সৈয়দ মুয়াজ (কিদির্মিনিষ্টার),হাফিজ মাওলানা সৈয়দ তামীম আহমদ,হাফিজ হোসাইন আহমদ বিশ্বনাথী,মাওলানা আশফাকুর রহমান (লন্ডন),মাওলানা আব্দাল হুসাইন জগদলী,আলহাজ্ব ইউনুস আলী (লন্ডন)। জেনারেল সেক্রেটারী-মাওলানা সৈয়দ নাঈম আহমদ প্রমুখ।

এমএম/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ