আজ ২৬শে মার্চ। বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন মহান স্বাধীনতা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানায় এবং দেশের সকল মুক্তিযোদ্ধা, শহীদ এবং তাঁদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানায়।
বুধবার (২৬শে মার্চ) সকালে এক শুভেচ্ছা বার্তায় বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলনের সভাপতি হাফেজ জাকির বিল্লাহ, সাধারণ সম্পাদক জাকির হোসেন ও সাংগঠনিক সম্পাদক শাহীনুর আলম আকন্দ শুভেচ্ছা জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, পাকিস্তানিদের জুলুম-নির্যাতন থেকে বাংলার আপামর সাধারণ জনতা আত্মত্যাগের মধ্যদিয়ে দেশের স্বাধীনতা ছিনিয়ে আনে। এই স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে হলে আমাদের সকলকে একত্রিত হয়ে কাজ করতে হবে। স্বাধীনতার মূল্য পরিপূর্ণভাবে বোঝার জন্য আমাদের উচিত দেশের শত্রুদের বিরুদ্ধে সতর্ক থাকা এবং সকল প্রকার অন্যায়, জুলুম, দুর্নীতি পরিহার করে দেশকে উন্নতির পথে এগিয়ে নেওয়া।
শোভাযাত্রা উপলক্ষে শহীদ আবু সাইদের ভাস্কর্য নির্মানের নিন্দা জানিয়ে তারা বলেন, সম্প্রতি সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকী আসছে পহেলা বৈশাখে জুলাই আন্দোলনে শহীদ আবু সাঈদের মূর্তি তৈরি করে র্যালী করার সিদ্ধান্ত নিয়েছেন। বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন এর তীব্র প্রতিবাদ জানাচ্ছে। তারা শহীদদের স্মৃতির প্রতি আমাদের সম্মান অটুট রাখতে এমন বিতর্কিত কর্মকাণ্ডের মাধ্যমে তাদের আত্মত্যাগকে অপমান করার তীব্র বিরোধীতা করেন।
নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন দৃঢ়ভাবে আশা করে যে, দেশের সংস্কৃতি, মূল্যবোধ ও ইতিহাসের প্রতি সম্মান রেখে আমাদের সমস্ত কর্মসূচি পরিচালিত হবে। যে মূর্তিপ্রথার বিরুদ্ধে আবু সাঈদরা লড়াই করে শহীদ হয়েছেন এখন তাদের মূর্তি স্থাপন করে উদযাপন করা তাদের আত্মত্যাগের অবমাননা। আমাদের স্বাধীনতার ঐতিহ্য রক্ষা এবং শহীদদের সম্মানিত করার জন্য দেশের সাংস্কৃতিক, রাজনৈতিক এবং সামাজিক অঙ্গনে সঠিক পদক্ষেপ গ্রহণ করা অতীব জরুরি।
এমএইচ/