রবিবার, ২৩ মার্চ ২০২৫ ।। ৯ চৈত্র ১৪৩১ ।। ২৩ রমজান ১৪৪৬

শিরোনাম :
২৩ তম তারাবির নামাজে তিলাওয়াতের সারমর্ম ভর্তি চলছে রওজাতুল জান্নাত মহিলা মাদরাসা’য় বিচারিক প্রক্রিয়ায় গণহত্যাকারী আ’লীগকে নিষিদ্ধ করতে হবে : হেফাজতে ইসলাম                                                                                                       জামিআ রাব্বানিয়া আরাবিয়া’র ভর্তির তারিখ ঘোষণা অনলাইনে সাড়া ফেলেছে রকমারি ঈদ উৎসব ঐকমত্য কমিশনের ১৬৬ প্রস্তাবের মধ্যে ১১৩টিতে পুরোপুরি একমত এনসিপি আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলার তদন্ত শেষ : চিফ প্রসিকিউটর ঈদযাত্রায় সড়কে যানচলাচল সহজ রাখতে ডিএমপির ট্রাফিক নির্দেশনা জাতীয় ঐকমত্য কমিশনে সংস্কার নিয়ে মতামত জমা বিএনপির আ. লীগ নিষিদ্ধ না হলে প্রয়োজনে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে: রাশেদ খান

আ. লীগ মাঠে নামলে বলপ্রয়োগের অধিকার আছে পুলিশের: এনসিপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পতিত আওয়ামী লীগকে রাজনীতিতে নিষিদ্ধের দাবিতে শুরু থেকেই কঠোর অবস্থানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এবার পুলিশকেও সেই কঠোরতা দেখাতে বলছেন তারা। এ ব্যাপারে শনিবার রাজধানীর বাংলামোটরের রূপায়ন টাওয়ারে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, আওয়ামী লীগ আন্দোলনে নামলে বলপ্রয়োগের অধিকার আছে পুলিশের।

সম্প্রতি রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের আন্দোলন নিয়ে করা এক প্রশ্নের জবাবে এনসিপির যুগ্ম আহ্বায়ক বলেন, ‘আওয়ামী লীগ পরিষ্কারভাবে একটি দেশবিরোধী শক্তি এবং ভারতের এজেন্ট। তারা যদি আন্দোলনে নামে, সেটাকে আমরা আন্দোলন বলব না। তারা দেশকে অস্থিতিশীল করার জন্য নামবে। সে ক্ষেত্রে পুলিশের যে বলপ্রয়োগের অধিকার আছে, সেটা থাকবে।

অন্তর্বর্তী সরকারের জাতীয় ঐকমত্য কমিশনের কাছে রোববার প্রাথমিক সংস্কার প্রস্তাব জমা দেবে এনসিপি। এ উপলক্ষে করা সংবাদ সম্মেলনে দলটি জানায়, ১৬ বছর বয়সে ভোটার ও নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য ২৩ বছর করার একটি প্রস্তাব রাখা হবে তাদের দলের পক্ষ থেকে।

আওয়ামী লীগ আন্দোলনে নামলে কী হবে; এমন প্রশ্নের জবাবে তুষার বলেন, ‘আওয়ামী লীগ তো আন্দোলনে আসবে না। আওয়ামী লীগ যেটা করবে, সেটাকে তো আমরা আন্দোলন বলব না। গণতান্ত্রিক রাষ্ট্রে আন্দোলনের তো একটা সংজ্ঞা আছে।’

তুষার আরও বলেন, ‘আমরা বলতে চাচ্ছি, বিভিন্ন দাবিদাওয়া কেন্দ্রিক যে আন্দোলন—একটা গণতান্ত্রিক রাষ্ট্রে আপনি বেতনের জন্য আন্দোলনে নামছেন, কোটার বিরুদ্ধে আন্দোলনে নামছেন কিংবা অন্যান্য যেকোনো ইস্যু, একটা কfলাকানুন বাতিলের দাবিতে আন্দোলনে নামছেন—এগুলোকে আমরা আন্দোলন বলি।’

এরপর তিনি আওয়ামী লীগের প্রসঙ্গ টেনে বলেন, ‘আওয়ামী লীগ পরিষ্কারভাবে একটি দেশবিরোধী শক্তি এবং ভারতের এজেন্ট। তারা যদি আন্দোলনে নামে, সেটাকে আমরা আন্দোলন বলব না। তারা দেশকে অস্থিতিশীল করার জন্য নামবে। সে ক্ষেত্রে পুলিশের যে বলপ্রয়োগের অধিকার আছে, সেটা থাকবে।’

পতিত আওয়ামী লীগকে রাজনীতিতে নিষিদ্ধের দাবিতে শুরু থেকেই কঠোর অবস্থানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এবার পুলিশকেও সেই কঠোরতা দেখাতে বলছেন তারা। এ ব্যাপারে শনিবার রাজধানীর বাংলামোটরের রূপায়ন টাওয়ারে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, আওয়ামী লীগ আন্দোলনে নামলে বলপ্রয়োগের অধিকার আছে পুলিশের।

সম্প্রতি রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের আন্দোলন নিয়ে করা এক প্রশ্নের জবাবে এনসিপির যুগ্ম আহ্বায়ক বলেন, ‘আওয়ামী লীগ পরিষ্কারভাবে একটি দেশবিরোধী শক্তি এবং ভারতের এজেন্ট। তারা যদি আন্দোলনে নামে, সেটাকে আমরা আন্দোলন বলব না। তারা দেশকে অস্থিতিশীল করার জন্য নামবে। সে ক্ষেত্রে পুলিশের যে বলপ্রয়োগের অধিকার আছে, সেটা থাকবে।

অন্তর্বর্তী সরকারের জাতীয় ঐকমত্য কমিশনের কাছে রোববার প্রাথমিক সংস্কার প্রস্তাব জমা দেবে এনসিপি। এ উপলক্ষে করা সংবাদ সম্মেলনে দলটি জানায়, ১৬ বছর বয়সে ভোটার ও নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য ২৩ বছর করার একটি প্রস্তাব রাখা হবে তাদের দলের পক্ষ থেকে।

আওয়ামী লীগ আন্দোলনে নামলে কী হবে; এমন প্রশ্নের জবাবে তুষার বলেন, ‘আওয়ামী লীগ তো আন্দোলনে আসবে না। আওয়ামী লীগ যেটা করবে, সেটাকে তো আমরা আন্দোলন বলব না। গণতান্ত্রিক রাষ্ট্রে আন্দোলনের তো একটা সংজ্ঞা আছে।’

তুষার আরও বলেন, ‘আমরা বলতে চাচ্ছি, বিভিন্ন দাবিদাওয়া কেন্দ্রিক যে আন্দোলন—একটা গণতান্ত্রিক রাষ্ট্রে আপনি বেতনের জন্য আন্দোলনে নামছেন, কোটার বিরুদ্ধে আন্দোলনে নামছেন কিংবা অন্যান্য যেকোনো ইস্যু, একটা কfলাকানুন বাতিলের দাবিতে আন্দোলনে নামছেন—এগুলোকে আমরা আন্দোলন বলি।’

এরপর তিনি আওয়ামী লীগের প্রসঙ্গ টেনে বলেন, ‘আওয়ামী লীগ পরিষ্কারভাবে একটি দেশবিরোধী শক্তি এবং ভারতের এজেন্ট। তারা যদি আন্দোলনে নামে, সেটাকে আমরা আন্দোলন বলব না। তারা দেশকে অস্থিতিশীল করার জন্য নামবে। সে ক্ষেত্রে পুলিশের যে বলপ্রয়োগের অধিকার আছে, সেটা থাকবে।’

এমএইচ/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ