মুস্তাকিম আল মুনতাজ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মহিমান্বিত মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস শ্রীমঙ্গল সরকারি কলেজ শাখার উদ্দ্যোগে মাহে রামাদানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে শ্রীমঙ্গল সরকারি কলেজ প্রাঙ্গণে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস মৌলভীবাজার জেলা শাখা সভাপতি আব্দুল্লাহ আল নোমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস মৌলভীবাজার জেলা শাখার বায়তুলমাল ও অফিস সম্পাদক আবিদ হাসান, মৌলভীবাজার জেলা সদস্য নাঈম হাসান, শ্রীমঙ্গল উপজেলা শাখার সাবেক সভাপতি খালেদ সাইফুল্লাহ।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস শ্রীমঙ্গল উপজেলা সভাপতি মাহফুজুর রহমান, সেক্রেটারি আবিদুর রহমান, পৌর শাখার সভাপতি হাবিবুর রহমান, সাকিব উদ্দিন প্রমুখ।
এমএইচ/