বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের সম্মানে কুমিল্লা উত্তর জেলা খেলাফত মজলিসের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সভার মূল আলোচ্য বিষয় ছিল, ‘বিভেদ নয় ঐক্য কল্যাণমূলক রাষ্ট্র’।
১৮ রমজান, বুধবার কুমিল্লা ক্যান্টনমেন্ট সংলগ্ন হোটেল মিয়ামির কনফারেন্স রুমে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠান শুরু হয়।
খেলাফত মজলিস কুমিল্লা উত্তর জেলা সভাপতি মাওলানা এমদাদুল্লাহ খাঁনের সভাপতিত্বে আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় দাওয়া বিষয়ক সম্পাদক শাইখুল হাদীস মুফতি শিহাব উদ্দিন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান ড. মোহাম্মদ মাহবুব মোর্শেদ। বিশেষ অতিথি ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান আশরাফি, খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা নুরুল আমিন।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন চান্দিনা প্রেসক্লাবের আহবায়ক মোহাম্মদ ওসমান গনি, যুগ্ন আহবায়ক তুহিন ভূঁইয়া। আরো উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মামুনুর রশিদ সরকার, দৈনিক সংবাদ প্রতিনিধি মাসুদুর রহমান মাসুদ, দৈনিক কালের কন্ঠ প্রতিনিধি রণবীর ঘোষ, দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি মোঃ জাকির হোসেন, দৈনিক যুগান্তর প্রতিনিধি মোঃ আব্দুল বাসেত, আওয়ার ইসলাম প্রতিনিধি তানযিল হাসান, দৈনিক সময়ের আলো প্রতিনিধি মোঃ আবু সাঈদ ও দৈনিক আজকের কুমিল্লা প্রতিনিধি শরীফুল ইসলাম প্রমূখ।
অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন- অধ্যাপক মাওলানা আবুল খায়ের, মাওলানা মতিউর রহমান ফরায়েজী, মাওলানা ইলিয়াস বিন হাসিম, মাওলানা কামাল হোসাইন, মোঃ ইকরাম হোসাইন ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধাইয়া ইউনিয়ন সভাপতি ডা. মো. সফিউল্লাহ খাঁন প্রমূখ।
এমএইচ/