মাগুরার আছিয়া ইন্তেকাল করেছে। আজ বৃহস্পতিবার বেলা ১টার দিকে তাকে মৃত ঘোষণা করা হয়েছে। এ নিয়ে জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ তাদের ভেরিফাইড ফেসবুক পেইজে শোক প্রকাশ ও বিচার চেয়ে পোস্ট করেছেন।
জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন শোক প্রকাশ করে বলেছেন, আছিয়া আর নেই। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি ধর্ষকদের বিচার দাবি করে বলেছেন, আছিয়ার ধর্ষনকান্ডে জড়িত ৪ আসামির সবাই গ্রেফতার হয়ে কারাগারে রয়েছে। এদের যেনো সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হয়।
জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লা শোক প্রকাশ করে বলেছেন, আমাদের বোন আছিয়া আর নেই।
তিনি ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি কামনা করে বলেছেন, আছিয়ার ধর্ষণের বিচারের মাধ্যমে বাংলাদেশের ইতিহাসে ধর্ষকদের শাস্তির এক দৃষ্টান্ত স্থাপন হোক। বিচারহীনতা, বিচারে রাজনৈতিক হস্তক্ষেপ এবং দীর্ঘসূত্রতা বাংলাদেশের বিচার ব্যবস্থাকে যে ধ্বংসাবশেষ জায়গায় নিয়ে গিয়েছে, শিশু আছিয়ার ধর্ষকদের মৃত্যুদণ্ড দেয়ার মাধ্যমে সেই বিচার ব্যবস্থা আবার জেগে উঠুক।
তিনি এই অনাকাঙ্খিত মৃত্যুর দায় স্বীকার করে বলেছেন, পুরো বাংলাদেশ বোন আছিয়ার কাছে ক্ষমাপ্রার্থী, লজ্জিত।
জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ শোক প্রকাশ ও বিচার করেছেন।
এছাড়া বাংলাদেশ সেনাবাহিনী শিশুটির শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। যেকোনো প্রয়োজনে তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করছে তারা। বাংলাদেশ সেনাবাহিনী শিশুটির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছে।
এমএইচ/