সোমবার, ১০ মার্চ ২০২৫ ।। ২৫ ফাল্গুন ১৪৩১ ।। ১০ রমজান ১৪৪৬


প্রশাসন ঠিক না থাকার কারণে বেড়ে যাচ্ছে ধর্ষণ : রিজভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রশাসন ঠিক না থাকার কারণে ধর্ষণ বেড়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এড. রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, আজকে যদি প্রশাসন ঠিক থাকতো, তাহলে এই পরিস্থিতি তৈরী হতো না।

সোমবার (১০ মার্চ) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহিলা দলের উদ্যোগে আয়োজিত এক র‍্যালি ও সমাবেশে তিনি এ কথা বলেন। সমাবেশ শেষে র‍্যালিটি বিএনপি অফিসের সামনে থেকে কাকরাইল মোড়, প্রেস ক্লাবের সামনে হয়ে আবারও বিএনপি অফিসের সামনে ফিরে আসে।

রিজভী বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা জানতে চাই, এখনতো যুবলীগের দুর্বৃত্তরা নেই, যারা টেন্ডারবাজি, চাঁদাবাজ, দখলসহ সবকিছু করেছে। তাহলে কারা করছে এগুলো। কেন এগুলো সৃষ্টি হচ্ছে। যে শিশু বোনের বাড়িতে নিরাপদ নয়, তাহলে আর কোথায় নিরাপদ হবে।

প্রশাসন ঠিক না থাকলে ধর্ষণ, দুর্নীতি, খুন বাড়তেই থাকবে। প্রশাসন ঠিক থাকলে এটি হতো না।

যুগ্ম মহাসচিব বলেন, আজকে ধর্ষণের পরিমাণ বেড়ে যাচ্ছে। নারীরা এখন নিরাপদ নয়। আছিয়ার জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সমস্ত আইনি দায়িত্ব নিয়েছেন। তিনি দ্রুত গতিতে নারী নেত্রীদেরকে হাসপাতালে পাঠিয়েছেন।

তিনি আরও বলেন, তৃণমূলে, ওয়ার্ডে, থানায় প্রশাসনের কর্তৃত্ব প্রয়োগ হচ্ছে না কেন। এটাতো একটা বড় প্রশ্ন। এর দায় পড়বে অন্তর্বর্তী সরকারের ওপরে। আমরা কোনো অভিযোগ করলে অন্তর্বর্তী সরকার সেটা ব্যক্তিগতভাবে নেয়। এরপরে কোনো কোনো ক্ষেত্রে কৌশলে প্রতিশোধ নেয়ার চেষ্টা করে।

বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ডিসি অফিস, এসপি অফিস, মন্ত্রণালয় সহ বিভিন্ন জায়গায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা তদারকি করছে। এটাতো তাদের কাজ নয়। কেউ অন্যায় করলে আপনারা ক্যাম্পাসে প্রতিবাদ করুন। আপনার জায়গা ক্যাম্পাস, আপনার হাতে বই থাকবে। এসপির রুমে গিয়ে তদারকি করা আপনার কাজ নয়।

মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস এসময় তিনদিনের মধ্যে আছিয়ার ধর্ষকদের বিচারের দাবি জানিয়েছেন। এছাড়াও জনগণের সামনে আছিয়ার ধর্ষকদের ফাঁসি চেয়েছেন।

এনআরএন/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ