সোমবার, ১০ মার্চ ২০২৫ ।। ২৫ ফাল্গুন ১৪৩১ ।। ১০ রমজান ১৪৪৬


দেশের বিরুদ্ধে যে কোনো অবস্থানকে সহ্য করব না: মুফতী আদনান   

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও ছাত্র জমিয়ত বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুফতী নিজাম উদ্দিন আল আদনান বলেছেন, ভারতে বাংলাদেশের হাইকমিশনে যেসব উগ্রপন্থী হামলা করেছে, আমাদের জাতীয় পতাকায় অগ্নিসংযোগ করেছে, নিশ্চয়ই তা জঘন্যতম নিন্দনীয় কাজ। আমি এর তীব্র নিন্দা জানাই।

তিনি উল্লেখ করেন, সে সঙ্গে আমি মনে করি এ ন্যাক্বারজনক কাজ আমাদের স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের বিরুদ্ধে ভারতের এক ঘৃণ্য অপকর্ম। ভারতকে এর দায়ভার নিতে হবে।

আজ বুধবার (৪ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠনো এক বিবৃতিতে এ কথা বলেন তিনি।

মুফতী নিজাম উদ্দিন আল আদনান বলেন, আজ বাংলাদেশের এহেন পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের ডাকে সেকল রাজনৈতিক দলের একতাবদ্ধ প্রয়াস হয়েছে, আমি এ জন্য আন্তরিক সাধুবাদ জানাই। বাংলদেশের পক্ষে সবার এমন অবস্থানকে আরও মজবুত করতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের সার্বভৌমের প্রশ্নে আমরা এক ও একতাবদ্ধ থাকব, তাতে কোনো সন্দেহ নাই। সকল দল-মতের উর্ধ্বে দেশের বিরুদ্ধে যে কোনো অবস্থানকে আমরা সহ্য করব না।

হাআমা/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ