সোমবার, ১০ মার্চ ২০২৫ ।। ২৫ ফাল্গুন ১৪৩১ ।। ১০ রমজান ১৪৪৬

শিরোনাম :
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আনিসুজ্জামান চৌধুরী বিরতিকে কাজে লাগিয়ে মুসলিম ফুটবলারদের ওমরা পালন ধর্ষণের বিচারে শরয়ি আইন থাকলে, কোন শিশু আর ধর্ষিত হতো না: উলামা-জনতা ঐক্য পরিষদ শেখ মুজিবুর রহমানের ছবি থাকায় ঈদে নতুন নোট বিতরণ স্থগিত ধর্ষণ এবং নারীর পরিচয় নিয়ে অবমাননায় ১৫১ আলেমের বিবৃতি ১০ম তারাবির নামাজে তিলাওয়াতের সারমর্ম ত্রাণ বন্ধের পর এবার গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করছে ইসরায়েল তারাবিতে ফাইভ জি স্পিডে তেলাওয়াত করবেন না: আজহারী ‘আলেমদের বিরুদ্ধে অস্ত্র তোলা জিহাদ নয়, সন্ত্রাসী কার্যক্রম’ পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচনী ব্যবস্থার বিকল্প নেই: চরমোনাই পীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, কালো টাকা, পেশীশক্তি ও সন্ত্রাসমুক্ত নির্বাচন অনুষ্ঠানে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচনী ব্যবস্থার বিকল্প নেই। পিআর পদ্ধতির নির্বাচনে ভোটারদের ভোটের প্রকৃত মুল্যায়ন হয়। এছাড়া প্রচলিত সাধারণ ভোটে নির্বাচিত জনপ্রতিনিধির ক্ষেত্রে ৩৩ ভাগ ভোটের ভোট কাজে লাগে অন্যদিকে ৬৫ থেকে ৬৭ ভাগ ভোটারের ভোট মুল্যহীন হয়। পিআর পদ্ধতির নির্বাচনে এককভাবে কোন দল সরকার গঠন করতে পারে না। ফলে ফ্যাসিস্ট হওয়ারও ভয় থাকে না। তাছাড়া এককভাবে ভোটে নির্বাচিত সরকার জালিমের ভুমিকায় অবতীর্ণ হয়ে উঠে। অন্যদিকে পিআর পদ্ধতির নির্বাচত সরকার হয় জাতীয় সরকার। কাজেই বাংলাদেশের বিগত ৫৩ বছরের ইতিহাসের আলোকে বলা যায় এদেশে এখন সবচেয়ে বেশি প্রয়োজন জাতীয় সরকারের।

মঙ্গলবার রাতে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশালের চরমোনাই ইউনিয়নের ১নং ওয়ার্ড নলচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে বিশেষ অতিথি ছিলেন, ৫নং চরমোনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা সৈয়দ মুহাম্মাদ জিয়াউল করিম, মডেল থানা উত্তর সভাপতি মাওলানা মুফতী শাহাদাত হোসাইন নূরী, হাফেজ মাওলানা মুহাম্মাদ তরিকুল ইসলাম, মাওলানা হাসান রুহানী, মাওলানা মুহাম্মাদ রেজাউল করিম, মাওলানা নাজমুল হুদা। জনাব আবদুর রব হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে থানা, ইউনিয়ন ও ওয়ার্ড নেতৃবৃন্দবক্তব্য রাখেন।

ইসলামী আন্দোলনের আমীর বলেন, বিগত ১৬ বছর এেদেশের মানুষ জুলুম, নির্যাতন ও বঞ্চনার শিকার হয়ে ছিলো। মানুষ ভোটাধিকার ও নাগরিক অধিকার থেকে বঞ্চিত ছিলেন। দলীয় বিবেচনায় সবকিছু হতো। গুম-খুনের অভয়ারণ্যে দেশ ছিল অত্যন্ত ভয়াবহ াবস্থায়। বিগত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দেশ ফের স্বাধীনতা লাভ করে। মানুষ বকু ফুলিয়ে কথা বলতে পারছে। ছাত্র-জনতার গণঅভ্যূত্থানে গণহত্যাকারী সরকারের বিচার করতে হবে।

হাআমা/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ