সোমবার, ১০ মার্চ ২০২৫ ।। ২৫ ফাল্গুন ১৪৩১ ।। ১০ রমজান ১৪৪৬

শিরোনাম :
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আনিসুজ্জামান চৌধুরী বিরতিকে কাজে লাগিয়ে মুসলিম ফুটবলারদের ওমরা পালন ধর্ষণের বিচারে শরয়ি আইন থাকলে, কোন শিশু আর ধর্ষিত হতো না: উলামা-জনতা ঐক্য পরিষদ শেখ মুজিবুর রহমানের ছবি থাকায় ঈদে নতুন নোট বিতরণ স্থগিত ধর্ষণ এবং নারীর পরিচয় নিয়ে অবমাননায় ১৫১ আলেমের বিবৃতি ১০ম তারাবির নামাজে তিলাওয়াতের সারমর্ম ত্রাণ বন্ধের পর এবার গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করছে ইসরায়েল তারাবিতে ফাইভ জি স্পিডে তেলাওয়াত করবেন না: আজহারী ‘আলেমদের বিরুদ্ধে অস্ত্র তোলা জিহাদ নয়, সন্ত্রাসী কার্যক্রম’ পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

‘বাজার সিন্ডিকেট ভেঙে দিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করুন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব হাফেজ মাওলানা অধ্যক্ষ ইউনুছ আহমাদ

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, এখন তো ফ্যাসিবাদী সরকার নেই, সিন্ডিকেটও থাকার কথা নয়, তাহলে জিনিসপত্রের দাম বাড়ছে কেন? তাহলে বুঝা যাচ্ছে ফ্যাসিবাদের প্রেতাত্মাদের হাতে এখন বাজার সিন্ডিকেট। ফলে জিনিসপত্রের দাম না কমে বেড়েই চলছে। এটা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হলে উপদেষ্টা সরকার প্রশ্নবিদ্ধ হবে।

আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধির কারণে মানুষ দিশেহারা হয়ে পড়ছে। মানুষ আশা করেছিলো, স্বৈরাচারী সরকারের পতন হলে, দেশে স্বাভাবিক অবস্থা ফিরে আসবে, নিত্যপণ্যেল দাম কমবে। কিন্তু এখন দেখছি উল্টো। মোটা চাল, মাঝারি চাল কেজিতে তিন-চার টাকা বেড়েছে? তেলের দাম লিটারে ৬ টাকা বেড়েছে, ব্রয়লার মুরগি কেজিতে ১২ টাকা বেড়েছে? এটা জনগণ প্রত্যাশা করেনি। জনগণ সিন্ডিকেটমুক্ত বাজার চায়। তাই বাজার মনিটরিং  জোরদার করে বাজার নিয়ন্ত্রণ করা হোক।

ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, অন্তর্র্বতী সরকার সংস্কারে ‘ঢিলেঢালা’ ভাব লক্ষ্য করা যাচ্ছে। কঠোরহস্তে সবকিছু নিয়ন্ত্রণে নিতে হবে। অন্তর্র্বর্তী সরকার সবচেয়ে শক্তিশালী সরকার। জনমতের সরকার। কাজেই দৃঢ়তার সাথে শক্তহাতে সব পদক্ষেপ নিতে হবে এবং তা দ্রুত। সকল অশুভ শক্তিকে চিহ্নিত করে কঠোর হাতে সবকিছু করতে হবে। ভয়ের কোন কারণ নেই। জনগণ সরকারের পক্ষে। এ জন্য সরকারেরও জনগণের জন্য কিছু করার আছে। তা হলো যানজটমুক্ত সড়ক এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ।

হাআমা/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ