শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা নেতানিয়াহুকে হত্যাচেষ্টার অভিযোগে ইসরায়েলি নাগরিক গ্রেপ্তার ‘উলামায়ে কেরামদের বাদ দিয়ে দেশের উন্নয়ন অসম্ভব’ নিউইয়র্কে যাদের সঙ্গে বৈঠক হতে পারে প্রধান উপদেষ্টার গাজাজুড়ে ইসরায়েলের নৃশংস হামলা, নারী-শিশুসহ নিহত ২৮ ফিলিস্তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার রাজনীতি বন্ধের সিদ্ধান্ত 'ঢাবি ও জাবির হত্যাকাণ্ডে জড়িত খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে' ঢাবিতে যুবক হত্যায় ছাত্রলীগ নেতাসহ ৩ জন আটক কওমী মাদরাসার ছাত্রদেরকে বিসিএস এ অংশগ্রহণের সুযোগ না দেওয়া বৈষম্য: মুফতী ফয়জুল করীম শায়খে চরমোনাই  সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে ঢাকায় সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে ওলামা দলের নতুন কমিটি ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

জাতীয়তাবাদী ওলামা দলের ঢাকা মহানগরের দুই অংশে কমিটি ঘোষণা করা হয়েছে। বর্তমান কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি করা হয়েছে।
 
ওলামা দলের আহ্বায়ক অধ্যক্ষ শাহ মোহা. নেছারুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।

ঢাকা মহানগর উত্তরে আহ্বায়ক করা হয়েছে হাফেজ জাহাঙ্গীর আলম চৌধুরী এবং সদস্য সচিব করা হয়েছে মুফতি রিয়াজুল ইসলামকে। ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিতে আরও যারা আছেন, যুগ্ম আহ্বায়ক- মাওলানা মো. আশরাফ আলী, মাওলানা তানভীর আহমেদ, মাওলানা মো. আশরাফ আলী, মাওলানা মো. ফরহাদ হোসেন হিজবুল্লাহ, মাওলানা আসাদুজ্জামান, মাওলানা আব্দুস শহীদ, মাওলানা মীর হোসেন, মুফতি আশরাফুল আলম, মাওলানা সাইফুল ইসলাম, হাফেজ নায়েব আলী, মাওলানা নিজাম উদ্দিন মিসবাহ, মাওলানা মোস্তাফিজুর রহমান, মাওলানা আবদুল আজিজ, মুফতি মাওলানা আহমেদ সালেহ তাউসিফ, মাওলানা সাবিথ ইমরান, মাওলানা আনিসুর রহমান, হাফেজ মাওলানা ইবারহিম, মাওলানা কবির হোসেন ও মাওলানা সাঈদ আহমেদ।
 
ঢাকা মহানগর দক্ষিণে মাওলানা আলমগীর হোসেন খলিলীকে আহ্বায়ক ও মাওলানা তাজুল ইসলামকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন যথাক্রমে মাওলানা শফিকুল ইসলাম সজিব, মাওলানা মো. আতিকুল ইসলাম, হাফেজ মাওলানা নূরে আলম, হাফেজ জিয়াউল হাসান, মাওলানা আব্দুল হাই, মাওলানা সোহরাব হোসেন, হাবিবুর রহমান, হাফেজ মোহাম্মদ আলী ও হাফেজ মো. মিজানুর রহমান।

এনএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ