শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫ ।। ৫ বৈশাখ ১৪৩২ ।। ২০ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
নগদ অর্থ, মেধাতালিকা স্মারকসহ চার শতাধিক পুরস্কার বিতরণ করেছে জামিয়া গহরপুর ভারতের মুসলিমদের ‘পূর্ণ নিরাপত্তা’ নিশ্চিত করার আহ্বান বাংলাদেশের সংস্কার কেন ভোটাধিকার-গণতন্ত্রের বিকল্প হবে, প্রশ্ন রিজভীর বাংলাদেশে আটকে পড়া পাকিস্তানি ৩ লাখের বেশি ভারতে সংশোধিত ওয়াকফ আইন স্থগিতের ঘোষণা তালেবানের ‘সন্ত্রাসী সংগঠন’ তকমা উঠিয়ে নিল রাশিয়া ২৫ মার্চ গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বলল বাংলাদেশ ওয়াক্ফ বিল গোটা উপমহাদেশের কষ্টের কারণ হবে: খেলাফত মজলিস ২ দিনের জন্য ঢাকা সফরে আসছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী বরিশাল সিটি নির্বাচন-২০২৩ বাতিল ও হাতপাখাকে বিজয়ের দাবিতে মামলা

‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের’ নাম ও লোগো ব্যবহারে সতর্ক বার্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

‘মার্চ ফর গাজা’ কর্মসূচি পালন করে ব্যাপক আলোচনায় আসা সংগঠন প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের পক্ষ থেকে তাদের নাম ও লোগো ব্যবহারে বিশেষ সতর্ক বার্তা দেওয়া হয়েছে। 

সোমবার (১৪ এপ্রিল) বিকেলে সংগঠনের ফেসবুক পেইজে এই সতর্ক বার্তা দেওয়া হয়। 

সেখানে বলা হয়-

বিশেষ সতর্ক বার্তা: প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের পক্ষ থেকে বাংলাদেশের কোথাও কোনো শাখা অনুমোদন দেওয়া হয়নি। 

কোনো ব্যক্তি বা গোষ্ঠী অনলাইন কিংবা অফলাইনে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের নাম বা লোগো ব্যবহার করে কোনো কার্যক্রম পরিচালনা করলে আমরা তার দায়ভার বহন করব না। 

একই সাথে আপনাদের প্রতি বিনীত অনুরোধ, এই প্লাটফর্মের নাম বা লোগো সম্বলিত কোনো পেইজ বা প্লাটফর্মের সন্ধান পেলে আমাদেরকে কমেন্টে জানান এবং তাদেরকে সাবধান করুন, রিপোর্ট করুন। 

আমাদের আয়োজক টিমের অনেকেই কর্মসূচি সফল করতে দিন-রাত খাটুনির পর অসুস্থ হয়ে পড়েছেন। আপনারা আয়োজনের সাথে সংশ্লিষ্ট সবার জন্য আন্তরিকভাবে দোয়া করবেন।

এই অভূতপূর্ব গণজমায়েত পরবর্তী প্রতিক্রিয়া জানানোর ভাষা আমাদের ছিল না। আমরা এখনো মোহাবিষ্ট আর আল্লাহর কাছে কৃতজ্ঞতাবনত। 

খুব শীঘ্রই পরবর্তী কার্যক্রম ও কার্যনির্বাহী পরিষদ সংক্রান্ত ঘোষণা আসবে আশা করছি, ইনশাআল্লাহ।

ততদিন অন্য কাউকে আমাদের এই সার্বজনীন প্লাটফর্মের নাম ব্যবহার করে কোনো কিছু করা থেকে বিরত রাখার দায়িত্ব আপনাদের কাছেই অর্পণ করছি।

এই প্লাটফর্ম সবার, আপনারও। তাই অসদুদ্দেশ্যে কিংবা সৎ উদ্দেশ্যে কিন্তু অযথার্থ উপায়ে এই প্লাটফর্মের নাম বা প্রতীক কাউকে ব্যবহার করতে না দেওয়ার দায়িত্বও আপনারই।

এমএইচ/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ