শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৪ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার রাজনীতি বন্ধের সিদ্ধান্ত 'ঢাবি ও জাবির হত্যাকাণ্ডে জড়িত খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে' ঢাবিতে যুবক হত্যায় ছাত্রলীগ নেতাসহ ৩ জন আটক কওমী মাদরাসার ছাত্রদেরকে বিসিএস এ অংশগ্রহণের সুযোগ না দেওয়া বৈষম্য: মুফতী ফয়জুল করীম শায়খে চরমোনাই  সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে ঢাকায় সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ কওমি সনদ বাস্তবায়ন সেমিনার থেকে ১৩ দফা প্রস্তাবনা ও ২ দফা কর্মসূচি ঘোষণা স্বকীয়তা বজায় রেখে কওমি সনদের স্বীকৃতি বাস্তবায়ন চান মুফতী ফয়জুল করীম কওমি শিক্ষার্থীদের প্রতি সকল বৈষম্যের অবসান হোক: সেমিনারে বক্তারা ‘খালেদা জিয়াকে বিদেশে নেয়ার প্রস্তুতি সম্পন্ন’ হবিগঞ্জে মহানবী সা.কে কটূক্তিকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন

‘আকাবির’ ইস্যুতে মুফতি আরিফ বিন হাবিবের নিবেদন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

|| মুফতি আরিফ বিন হাবিব ||

একা মতে দ্বীন ছাড়তে হবে,
ইকামতে দ্বীন ধরতে হবে,
ইকামতে দ্বীন বুঝার জন্য কুরআন ও সুন্নাহ পড়তে হবে,
কুরআন ও সুন্নাহ বুঝার জন্য আকাবিরে দ্বীনের সান্নিধ্যে যেতে হবে।
দ্বীন বুঝার জন্য আকাবিরে দ্বীনের দারস্থ হতেই হবে।

আকাবির:

এক.

আকাবিরদের সাথে বরকত,

عن ابن عباس قال : قال رسول الله - صلى الله عليه وآله وسلم -  البركة مع أكابركم

ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ননা, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন:-

বরকত রয়েছে তোমাদের আকাবিরদের সাথে।

সহিহ ইবনে হিব্বান হাদীস-৫৫৯

সনদ সহীহ।

দুই.

আকাবিরদের থেকে ইলম্ নেওয়া কল্যাণ,

                    عن ابن مسعود، أنه قال

     لا يزال الناس بخير ما أخذوا العلم عَنْ أكابرهم

ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন:-

মানুষ যতক্ষণ তাদের আকাবিরদের থেকে ইলম্ অর্জন করবে ততক্ষণ তারা কল্যাণের মাঝে থাকবে।

সিলসিলা ২/৩১০

সনদ সহীহ।

তিন.

ছোটদের তুলনায় বড়দের প্রাধান্য দেওয়ার জন্য জীবরাঈল আমিনের আদেশ,

عن عبد الله بن عمر رأيتُ رسولَ اللهِ ﷺ وهوَ يَستنُّ فأعطاهُ أكْبرَ القومِ، ثُمَّ قالَ: إنّ جبريلَ أمرَني أن أُكَبِّرَ

ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে মেসওয়াক করতে দেখেছি,  লোকদের মধ্যে সবচেয়ে বড়ো যে তাকে তিনি মেসওয়াক টা দিলেন, তারপর বললেন:- জীবরাঈল আমাকে আদেশ করেছেন আমি যেন ছোটদের উপর বড়দের কে প্রাধান্য দেই।‘ -বাইহাকি ১/৪০ সহিহ

চার.

আকাবির দুই প্রকার:-

১-كبار السن বয়সে বড়,

                                    المجربون للأمور لكبر سنهم

বয়সে বড়ো হওয়ার কারণে তারা বিভিন্ন বিষয়ে অভিজ্ঞতা অর্জন করছেন, তাই তাদের সাথে থেকে তাদের অভিজ্ঞতা থেকে উপকৃত হওয়া।

ফয়জুল কাদীর ৩/২৮৭

ক,

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদেরকে সম্মান করতে বলেছেনঃ

              ليسَ منّا مَن لَم يرحمْ صغيرَنا، ويُجلَّ كبيرَنا.

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে ব্যক্তি আমাদের ছোটদের স্নেহ করে না বড়দের সম্মান করে না।

আত তারগীব ওয়াত তারহীব ১/৯০

খ,

বয়স বেশি পাওয়ার তাদের তাসবীহ, তাহলীলও বেশী, তাই তাদের মর্যাদা বেড়ে গিয়েছে।

ليس أحدٌ أفضلَ عند اللهِ من مؤمنٍ يُعمَّرُ في الإسلامِ، لتسبيحِه، و تكبيرِه، و تهليلِه

যে মুমিন ইসলামের জীবনে বেশী বয়স পেয়েছে,তাসবীহ, তাকবীর, তাহলীলের পরিমাণ বেশি হওয়ার কারণে তার চেয়ে অধিক মর্যাদাবান আল্লাহর কাছে কেউ নেই।

সিলসিলা ৬৫৪

সনদ হাসান।

২- كبار العلم ইলমে/ জ্ঞানে বড়ো,

বয়স কওম হওয়া সত্ত্বেও ইলম্, আমল, তাকওয়া যদি বেশি থাকে তিনি আকাবিরদের মধ্যে গন্য হবেন।’ -ফয়জুল কাদীর ৩/২৮৭

নিবেদন

আমরা ছোটরা তাদের সমালোচনা থেকে অবশ্যই বেচেঁ থাকব, তাদের ব্যাপারে তাদের সমপর্যায়ের ব্যক্তিরা কথা বলবেন।

হাআমা/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ