শনিবার, ২৯ মার্চ ২০২৫ ।। ১৫ চৈত্র ১৪৩১ ।। ২৯ রমজান ১৪৪৬


হজ নিয়ে সরকারের মোবাইল অ্যাপ, মিলবে নানা সুবিধা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাধারণ মুসলমানদের হজযাত্রা সহজ করতে একটি মোবাইল অ্যাপ করেছে অন্তর্বর্তী সরকার। অ্যাপটির মাধ্যমে হজযাত্রীরা প্রয়োজনীয় নির্দেশনা পাবেন। এমনকি কোথায় কী দোয়া করতে হবে সেটাও থাকবে অ্যাপে। 

মঙ্গলবার (২৫ মার্চ) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এই মোবাইল অ্যাপের কথা জানান। 

ড. ইউনূস বলেন, হজের সময় হাজিদের যেদিন যে দোয়া পড়তে হবে তা স্মরণ করিয়ে দেবে মোবাইল অ্যাপ। তারা যেসব পবিত্র স্থানে যাবেন সেসবের ছবিসহ ইতিহাস বর্ণনা করবে।

প্রধান উপদেষ্টা বলেন, হাজিদের মনে কোনো প্রশ্ন জাগলে কল সেন্টারে ফোন করে সে প্রশ্নের উত্তর পাবেন। শরীর খারাপ লাগলে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করিয়ে দেবে। এছাড়া হাজিদের কোনো পরামর্শ থাকলে সেটা পরামর্শ পৃষ্ঠায় লিখে দিতে পারবেন।

প্রধান উপদেষ্টা আরও বলেন, মুসলমানদের জন্য সবচেয়ে গভীর আধ্যাত্মিক সফরগুলোর মধ্যে হজ প্রধান। সারা জীবন এর জন্য তারা অপেক্ষা করেন। পবিত্র হজ পালনে বাংলাদেশের হাজিরা প্রায়ই বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন (ভাষাগত বাধা, স্বাস্থ্যঝুঁকি, অতিরিক্ত ভিড়, প্রশাসনিক জটিলতা এবং লজিস্টিক সমস্যাসহ নানা অসুবিধার) সম্মুখীন হন।

তিনি জানান, হজের অভিজ্ঞতাকে মসৃণ ও নিরাপদ করতে, অন্তর্বর্তী সরকার একটি মোবাইল অ্যাপ তৈরি করেছে, যা সম্মানিত হাজিদের যাত্রার আগে, যাত্রা চলাকালীন সময়ে এবং ফিরে আসার পরও প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে। এই অ্যাপটি বাংলা ভাষায় রিয়েল-টাইম নির্দেশনা ও সহায়তা প্রদান করবে, সরকার-সমর্থিত বিশেষ ডেবিট কার্ডের মাধ্যমে বিদেশের স্থানীয় মুদ্রায় আর্থিক লেনদেন নিশ্চিত করবে, লাগেজ যাতে হারিয়ে না যায় তার জন্য লাগেজ ট্র্যাকিং এর ব্যবস্থা থাকবে।

এমএইচ/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ