সোমবার, ১০ মার্চ ২০২৫ ।। ২৪ ফাল্গুন ১৪৩১ ।। ১০ রমজান ১৪৪৬


দ্রুত রাখাল রাহার সমুচিত বিচার নিশ্চিত করতে হবে: জমিয়ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রাখাল রাহার আপত্তিকর পোস্টের তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, এই অসভ্য জ্ঞানপাপীদের সমুচিত শাস্তি নিশ্চিত করা না হলে পরিস্থিতি আরো জটিল হতে থাকবে। 

জমিয়ত নেতৃবৃন্দ বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করে বলেছেন, এ রকম জঘন্য মানসিকতার একজন মানুষ কী ভাবে পাঠ্যবই সংশোধন ও পরিমার্জন কমিটির সদস্য হয়? মুক্ত চিন্তা ও বাকস্বাধীনতার নামে আল্লাহ ও তাঁর রাসূল (সা.) কে নিয়ে কিংবা ইসলাম ধর্মের কোন শাখা-প্রশাখা সম্পর্কে কটুক্তি করা নিঃসন্দেহে ধৃষ্টতাপূর্ণ কাজ এবং মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে কুঠারাঘাত করার শামিল। যখনই এ রকম কোন ঘটনা সামনে আসে তখনই ধর্মপ্রাণ মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। অতি স্বাভাবিক কারণে স্পর্শকাতর এই জায়গাগুলোতে ধৈর্য ধারণ করা কঠিন হয়ে যায়, তাই সরকারকে অতিদ্রুত এই রাখাল রাহাকে উপরোক্ত কমিটি থেকে অপসারণ করে তার সমুচিত বিচার নিশ্চিত করতে হবে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) এক যৌথ বিবৃতিতে দলের সভাপতি মাওলানা শায়খ জিয়া উদ্দীন,সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী,মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার,মাওলানা জুনায়েদ আল-হাবীব, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী,যুগ্মমহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া এসব কথা বলেছেন।

নেতৃবৃন্দ আরো বলেছেন, জুলাই-আগষ্টের গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশকে অস্থিতিশীল রাখতে যারা আদাজল খেয়ে কাজ করে যাচ্ছে এই রাখাল রাহাদের পেছনে তাদের কোন প্রকার ইন্ধন আছে কি না? সরকারকে তাও খুঁজে বের করতে হবে।

এমএইচ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ