আজ রোববার থেকে শুরু হয়েছে জেলা প্রশাসক সম্মেলন-ডিসি সম্মেলন। তিন দিনব্যাপী এ সম্মেলন শেষ হবে ১৮ ফেব্রুয়ারি। সকাল সাড়ে ১০টায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার কার্যালয়ের শাপলা হলে সম্মেলনের উদ্বোধন করেন। সম্মেলনে প্রধান উপদেষ্টার সঙ্গে ডিসিদের মুক্ত আলোচনা হবে।
সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সাথে বাংলাদেশ এডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত হবে। রাতে প্রধান উপদেষ্টা, ডিসি ও বিভাগীয় কমিশনাররা একসঙ্গে নৈশভোজে অংশ নেবেন।
মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ জানিয়েছেন, এবারের ডিসি সম্মেলনের প্রধান আলোচ্য বিষয়ের মধ্যে থাকবে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন। তিনি আরো জানান, এবারের সম্মেলনে মোট কার্য অধিবেশন হবে ৩০টি। আরো চারটি বিশেষ অধিবেশন হবে । এর মধ্যে রয়েছে উদ্বোধনী অনুষ্ঠান, প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ, প্রধান উপদেষ্টার সঙ্গে একটি মুক্ত আলোচনা এবং বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের একটি সভা। এই চারটি বাদ দিয়ে বাকি ৩০টি হবে কর্ম-অধিবেশন।
মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের পক্ষ থেকে ৩৫৪টি প্রস্তাব তুলে ধরা হবে। এসব প্রস্তাবের মধ্যে জনসেবা, জনদুর্ভোগ, রাস্তাঘাট নির্মাণ, আইন-কানুন ও বিধিমালা সংশোধন এবং জনস্বার্থের বিষয়গুলোকে বিশেষভাবে আলোচনা হবে।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানায়, এবারের ডিসি সম্মেলন কার্য-অধিবেশনগুলো ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে। তবে মন্ত্রিপরিষদ বিভাগের সাথে কার্য-অধিবেশন এবং সমাপনী অধিবেশন সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের নবনির্মিত ভবনে হবে। এসব অধিবেশন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব সভাপতিত্ব করবেন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টারা নিজ নিজ মন্ত্রণালয়ের কর্মসূচি মাঠ পর্যায়ে বাস্তবায়নের জন্য দিকনির্দেশনা দেবেন।
এমএইচ/