খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে রাজধানীর উত্তরা আজমপুরে শীতার্ত নারী পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
জানা যায়, এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন সংগঠনের যুগ্ম মহাসচিব অধ্যাপক মোঃ আব্দুল জলিল।
এ সময় তিনি বলেন, তীব্র শীতে সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে। কনকনে শীতে খোলা আকাশের নিচে অবস্থানকারী মানুষদের কষ্ট অবর্ণনীয়। এ অবস্থায় রাজধানীসহ সারাদেশে শীতবস্ত্র নিয়ে সামার্থবানের শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে হবে।
খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে রাজধানীর ছয়টি স্পট থেকে শীতবস্তু বিতরণের সিদ্ধন্ত গ্রহণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ খন্দকার, ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্যাপক মাওলানা সাইফ উদ্দিন আহমেদ খন্দকার, সেক্রেটারি মাওলানা আজিজুল হক সহ নেতৃবৃন্দ।
কেএল/