মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ ।। ২৬ ফাল্গুন ১৪৩১ ।। ১১ রমজান ১৪৪৬

শিরোনাম :

সচিবালয়ে নেই বিদ্যুৎ, বেরিয়ে যাচ্ছেন কর্মকর্তারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সচিবালয়ে ৭ নম্বর ভবনে লাগা আগুনের ঘটনায় এখনও কাজ করছেন ফায়ার সার্ভিস কর্মীরা। আগুন নিয়ন্ত্রণের পর সাড়ে ৯ টার দিকে কাজের জন্য সচিবালয়ের ভেতরে কর্মকর্তাদের প্রবেশ করতে দিলেও তারা কিছুক্ষণ পর সচিবালয় থেকে বের হয়ে আসেন।

তারা গণমাধ্যমকে জানান, ক্ষতিগ্রস্ত ভবনে কাজ চলছে। ভেতরে বিদ্যুৎ সংযোগ নেই। কাজের পরিবেশ নেই। তাই বের হয়ে যাচ্ছি।

এদিকে, সচিবালয়ে ক্যান্টিনের স্টাফ নাসির উদ্দিন আগুনের ঘটনার সময় ভেতরেই ঘুমিয়েছিলেন। তিনি বলেন, আমি রাতে ঘুমিয়েছিলাম ক্যান্টিনের ভেতরে। রাত ২টার দিকে হঠাৎ শুনি আগুন আগুন বলে সবাই চিল্লাচিল্লি করছে। আমরা ক্যান্টিনের সব স্টাফরা ক্যান্টিনের বাইরে বের হই। পরে জানতে পারলাম ৭ নম্বর ভবনে আগুন লাগছে। আমরা ক্যান্টিনের বাইরে দাঁড়িয়েছিলাম। সেখানে ফায়ার সার্ভিস আসে, পুলিশ ছিল আমরা বাইরে ছিলাম। তারা আগুন নেভানোর কাজ করছিল।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ