শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
বাংলাদেশের গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয় : তারেক রহমান দেশের বিভিন্ন সেক্টরে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে পরাজিত শক্তি: চরমোনাই পীর ‘শিক্ষা কমিশনে দেশের সর্বমহলে শ্রদ্ধেয় আলেমদের অন্তর্ভুক্ত করতে হবে’ আলমডাঙ্গায় রাসূল (সা.)-কে নিবেদিত কবিতা পাঠ ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণকারী শাহবাগ থানা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার পার্বত্য জেলায় চলমান পরিস্থিতি সম্পর্কে যা জানাল আইএসপিআর ঢাবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত অযৌক্তিক : ইসলামী ছাত্র আন্দোলন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হবে না: সৌদি যুবরাজ প্রেসিডেন্ট নির্বাচনে হারলে দায় বর্তাবে ইহুদিদের ওপর: ট্রাম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

হিজরী নববর্ষ উপলক্ষে ইসলামী ছাত্র আন্দোলনের স্বাগত র‌্যালি অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি নূরুল বশর আজিজী বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে প্রতিবন্ধী ও নারী কোটা থাকলেও তা সর্বোচ্চ ১০ শতাংশের বেশি নয়। উন্নত সকল দেশে মেধার ভিত্তিতেই চাকরিতে নিয়োগ দেয়া হয়ে থাকে। অন্যদিকে যার ব্যতিক্রম একমাত্র আমাদের দেশে । বাংলাদেশের বেকারত্বের হার দিন দিন বাড়ছে এমতঅবস্থায় ৫০ শতাংশের অধিক কোটার কারণে বেকারত্ব যেভাবে বাড়বে একই সাথে দেশ থেকে মেধা পাচার হয়ে যাবে। 

কেন্দ্রীয় সভাপতি আরও বলেন, বৈষম্যমূলক কোটা ব্যবস্থা বহাল রেখে মেধাবীদের অবমূল্যায়ন করার কোন যৌক্তিকতা নেই। এমতাবস্থায় সরকারকে আহ্বান করবো দ্রুত শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে বৈষম্যমূলক কোটা ব্যবস্থা বাতিল করুন। 

রোববার (৭জুলাই) রাজধানীর বাইতুল মোকাররম উত্তর গেইটে হিজরী নববর্ষের স্বাগত মিছিল শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। 

স্বাগত র‌্যালীতে আরো উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইমরান হোসাইন নূর, প্রশিক্ষণ সম্পাদক মিশকাতুল ইসলাম, অর্থ ও কল্যাণ সম্পাদক হোসাইন বিন সারোয়ার, প্রকাশনা সম্পাদক নাজিম উদ্দিন, জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পাদক ইব্রাহীম খলিল, কওমি মাদরাসা সম্পাদক উবায়দুল্লাহ মাহমুদ, প্রচার ও মিডিয়া সম্পাদক ইউসুফ মালিক, স্কুল ও কলেজ সম্পাদক আশিকুল ইসলাম,   ঢাকা মহানগর পূর্ব শাখার সভাপতি এম জসীম খাঁ, ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি আব্দুর রহমান, ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি আবু হানিফ প্রমুখ।

স্বাগত র‌্যালী শেষে হিজরী নববর্ষ উপলক্ষে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি নূরুল বশর আজিজী দেশবাসী এবং সারাদেশের নেতৃবৃন্দকে হিজরী সনের শুভেচ্ছা জানান।

কেএল/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ