সোমবার, ১১ নভেম্বর ২০২৪ ।। ২৫ কার্তিক ১৪৩১ ।। ৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
উপদেষ্টাদের দপ্তর বদল, কে পেলেন কোনটি আলওয়াসি হজ্ব গ্রুপ মিট আপ ১৬ নভেম্বর, যেভাবে করবেন রেজিস্ট্রেশন শেরপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যা মামলায় সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ‘জুলাই গণহত্যার দ্রুত বিচার কার্যকরের দাবিতে সুস্পষ্ট রূপরেখা প্রণয়নের আহ্বান’ শপথ নিলেন নতুন ৩ উপদেষ্টা খেলাফত মজলিস নিউইয়র্ক শাখার উদ্যোগে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের তালিকা চূড়ান্ত করতে গণবিজ্ঞপ্তি শায়খ আহমাদুল্লাহকে একুশে পদক প্রদানের প্রস্তাব কেন, জানালেন মুফতি এনায়েতুল্লাহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মঞ্চে মাওলানা রফিকুল ইসলাম মাদানী সড়ক দুর্ঘটনায় ইমামের মৃত্যু

ঈদ ঘিরে প্রস্তুতি চলছে ঢাকার পশুর হাটে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দরজায় কড়া নাড়ছে ঈদুল আজহা। কয়েকদিন পরেই সারাদেশ থেকে রাজধানীতে কোরবানির পশু আসতে শুরু করবে। হাটগুলোতে বাড়বে ক্রেতাদের আনাগোনা। এই সময়টির অপেক্ষায় থাকেন খামারি থেকে শুরু করে পশু বিক্রেতাসহ অনেকেই। তাই পশুর হাট সাজানোর প্রস্তুতি চলছে জোরেসোরে।

পশুর হাট প্রস্তুতের কাজে নিয়োজিত একজন কর্মী বলেন, হাতে খুব বেশী সময় নেই। সারাদেশ থেকে পশু আসা শুরু হয়ে যাবে। তাই দ্রুত কাজ শেষ করতে হচ্ছে। অপর এক কর্মী জানান, এখানে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কাজ চলে।

এদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, এবছর দক্ষিণ সিটি করপোরেশনে একটি স্থায়ী পশুর হাট ও ১০টি অস্থায়ী পশুর হাট বসবে। তবে সংখ্যাটি একটি কমবেশি হতে পারে। ইতোমধ্যে ৯টি হাট চূড়ান্ত করা হয়েছে বলেও জানান তিনি।

অপরদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনে স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে ৭টি হাট বসবে বলে জানায় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৩০ মে) রাজধানীর সচিবালয়ে এক সভায় ঈদ ঘিরে এই প্রস্তুতির তথ্য জানায় ঢাকা উত্তর সিটি করপোরেশন।

হাআমা/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ