সোমবার, ১১ নভেম্বর ২০২৪ ।। ২৫ কার্তিক ১৪৩১ ।। ৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
উপদেষ্টাদের দপ্তর বদল, কে পেলেন কোনটি আলওয়াসি হজ্ব গ্রুপ মিট আপ ১৬ নভেম্বর, যেভাবে করবেন রেজিস্ট্রেশন শেরপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যা মামলায় সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ‘জুলাই গণহত্যার দ্রুত বিচার কার্যকরের দাবিতে সুস্পষ্ট রূপরেখা প্রণয়নের আহ্বান’ শপথ নিলেন নতুন ৩ উপদেষ্টা খেলাফত মজলিস নিউইয়র্ক শাখার উদ্যোগে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের তালিকা চূড়ান্ত করতে গণবিজ্ঞপ্তি শায়খ আহমাদুল্লাহকে একুশে পদক প্রদানের প্রস্তাব কেন, জানালেন মুফতি এনায়েতুল্লাহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মঞ্চে মাওলানা রফিকুল ইসলাম মাদানী সড়ক দুর্ঘটনায় ইমামের মৃত্যু

অনির্বাচিত কেউ এসে নির্বাচন করবে এটা গ্রহণযোগ্য নয়: কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

অনির্বাচিত কেউ এসে নির্বাচন করবে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন  ওবায়দুল কাদের। আজ সোমবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক রাজনীতি বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

এ সময় ওবায়দুল কাদের বলেন, ‘শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী বিরোধী দল দরকার। তা চায় আওয়ামী লীগ। নির্বাচনের পরই দেখা যাবে শক্তিশালী বিরোধী দল পাওয়া যাবে কি–না।’

তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকার প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘নির্বাচিত সরকার নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে এটাই নিয়ম হওয়া উচিত। অনির্বাচিত কেউ এসে নির্বাচন করবে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

বিএনপির আন্দোলনকে ব্যর্থ উল্লেখ করে কাদের বলেন, ‘যে দল আন্দোলনে ব্যর্থ হয় সে দল নির্বাচনেও ব্যর্থ হয়- এটাই নিয়তি। যে খারাপ মতলব নিয়ে তারা (বিএনপি) নির্বাচনের বিরোধিতা করছে তা যে ব্যর্থ হবে তা বিএনপি ভালোই জানে। বিদেশি বন্ধুরাও বিষয়টি বুঝতে পারছে।’

বিএনপির এসব সহিংস কর্মকাণ্ড দেশের সাধারণ মানুষ প্রতিহত করবে বলেও জানান তিনি।

আগামী ১০ ডিসেম্বর আওয়ামী লীগের সমাবেশের অনুমতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘মানবাধিকার দিবসে সমাবেশ করতে নির্বাচন কমিশনে আবেদন করেছে আওয়ামী লীগ। এখানে পাল্টাপাল্টির কিছু নেই।’

স্বতন্ত্রভাবে যারা নির্বাচন করতে চায় তাদের জন্য আওয়ামী লীগ কোনোভাবে ক্ষতিগ্রস্ত হবে না জানিয়ে দলটির সাধারণ সম্পাদক আরও বলেন, ‘স্বতঃস্ফূর্ততা নির্বাচনের জন্য ইতিবাচক। জোটের খাতিয়ে নির্বাচিত হওয়ার মতো প্রার্থীকে তো বসিয়ে দিতে পারে না আওয়ামী লীগ। দলের নেতারা স্বতন্ত্র প্রার্থী হওয়ায় আওয়ামী লীগ ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করি না।’

এমএইচ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ