মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ ।। ২৬ ফাল্গুন ১৪৩১ ।। ১১ রমজান ১৪৪৬

শিরোনাম :
তারাবি নিয়ে ১০ হাফেজের অনুভূতি ও অভিজ্ঞতা ফয়যে বর্ণভী সাবাহী মক্তব বোর্ডের ফলাফল প্রকাশ; পাসের হার ৯৯.৪৯% জাতীয় ঐক্য ছাড়া ফ্যাসিবাদকে বিলোপ করা সম্ভব নয়: নাহিদ ইসলাম ফেসবুকে উপদেষ্টা মাহফুজের ‘মব’ নিয়ে পোস্ট, যা বলল ঢাবি ছাত্রশিবির ইফতা, আদবসহ বিভিন্ন বিভাগে ভর্তি নিচ্ছে উত্তরার মাদরাসাতুল আযহার লালমাটিয়ায় দুই তরুণীকে সিগারেট খেতে না করা সেই রিংকুকে গ্রেফতার ‘অপরাধের সাম্প্রতিক ব্যাপকতার পেছনে পরাজিত শক্তির রাজনীতি ক্রিয়াশীল' একদিনে ২৯ হাজার কুরআনের কপি বিতরণ সৌদি আরবের ‘দ্রুত বিচার আইনের মাধ্যমে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে’ নির্মাণাধীন ভবনের কাঠ পড়ে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু 

Google Account: এই নিয়ম না মানলে ডিসেম্বরেই ডিলিট হবে গুগল অ্যাকাউন্ট !


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

 

দীর্ঘ দিন ধরে যে গুগল অ্যাকাউন্টগুলো ব্যবহার করা হচ্ছে না সে গুলোর বিষয়ে কড়া পদক্ষেপ নিতে চলেছে গুগল কর্তৃপক্ষ। এবছর ডিসেম্বর মাসেই অনেক ইউজারের গুগল অ্যাকাউন্ট ডিলিট হতে পারে।

গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে, দুই বছর ধরে যেসব গুগল অ্যাকাউন্ট ইন-অ্যাকটিভ রয়েছে সেগুলো চলতি বছরের ডিসেম্বরেই ডিলিট হয়ে যাবে। এ নিয়ে অনেক আগেই সতর্কবার্তা দিয়েছিল গুগল কর্তৃপক্ষ। যারা কয়েক বছর ধরে গুগল অ্যাকাউন্ট ব্যবহার করেননি, তারা এবার শেষ মুহূর্তে দেখে নিন কীভাবে নিজেদের গুগল অ্যাকাউন্ট বাঁচাতে পারবেন। গুগল জানিয়েছে, অনেকদিন ধরে ইন-অ্যাকটিভ থাকা গুগল অ্যাকাউন্ট সহজে অ্যাক্টিভ করার উপায় হলো-

১। যেকোনও গুগল প্রোডাক্টে ওই অ্যাকাউন্ট দিয়ে সাইন-ইন করা।

২। নিজের জিমেল অ্যাকাউন্ট খুলে কোনো ইমেল পড়ুন কিংবা কাউকে মেল পাঠান।

৩। গুগল ড্রাইভ ব্যবহার করতে পারেন কোনো কনটেন্ট আপলোড বা ডাউনলোডের জন্য।

৪। গুগল অ্যাকাউন্টের সাহায্যে ইউটিউবে ভিডিও দেখতে পারে।

৫। গুগল ফটোর মাধ্যমে শেয়ার করুন কোনো ছবি।

৬। আপনার রেজিস্টার্ড গুগল অ্যাকাউন্টের সাহায্যে প্লে স্টোর থেকে কোনো অ্যাপ ডাউনলোড করতে পারেন।

কেন কড়া পদক্ষেপ নিচ্ছে গুগল

গুগল জানিয়েছে, ব্যবহারকারীদের গোপনীয়তা অটুট রাখা তাদের কাজ। এর পাশাপাশি দীর্ঘদিন সচল না থাকা কোনো অ্যাকাউন্টে যেন কোনওরকম আপত্তিকর প্রবেশ না হয় সেটা দেখাও তাদের কাজ। মূলত ইউজারদের নিরাপত্তার স্বার্থেই নেওয়া হচ্ছে এই কড়া পদক্ষেপ। এ বছর জুলাই মাসের শেষের দিকে ইমেলের মাধ্যমে ইউজারদের সতর্কবার্তা দিয়েছিল গুগল। তখন বলা হয়েছিল নিয়ম না মানলে ডিসেম্বরে ডিলিট হবে গুগল অ্যাকাউন্ট।

এমআই/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ