শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
বাংলাদেশের গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয় : তারেক রহমান দেশের বিভিন্ন সেক্টরে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে পরাজিত শক্তি: চরমোনাই পীর ‘শিক্ষা কমিশনে দেশের সর্বমহলে শ্রদ্ধেয় আলেমদের অন্তর্ভুক্ত করতে হবে’ আলমডাঙ্গায় রাসূল (সা.)-কে নিবেদিত কবিতা পাঠ ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণকারী শাহবাগ থানা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার পার্বত্য জেলায় চলমান পরিস্থিতি সম্পর্কে যা জানাল আইএসপিআর ঢাবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত অযৌক্তিক : ইসলামী ছাত্র আন্দোলন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হবে না: সৌদি যুবরাজ প্রেসিডেন্ট নির্বাচনে হারলে দায় বর্তাবে ইহুদিদের ওপর: ট্রাম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

জাতীয় শিক্ষাব্যবস্থায় ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে: বেফাক মহাসচিব


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
আওয়ার ইসলাম

মুহাম্মাদ ইশতিয়াক সিদ্দিকী
হাটহাজারী প্রতিনিধি 

ইসলাম ধর্ম শিক্ষা অর্জনকে সবচেয়ে গুরুত্ব দিয়েছে। আমাদের রাসূল সা. প্রত্যেক উম্মতের জন্য ধর্মীয় শিক্ষা ফরজ বলে ঘোষণা করেছেন। তাই প্রত্যেক বাবা-মায়ের উচিত সন্তানদের জন্য ধর্মীয় শিক্ষার ব্যবস্থা করা। প্রত্যেকটি সমাজের উচিৎ ধর্মীয় শিক্ষার পরিবেশ নিশ্চিত করা। কিন্তু বর্তমান শিক্ষাব্যবস্থা হচ্ছে, ইসলাম ও মুসলমানদের ধ্বংস করতে বৃটিশরা যে শিক্ষাব্যবস্থা চালু করেছিল সেটার নতুন সংস্করণ। পাঠ্য বইতে যার নমুনা আমরা দেখতে পাচ্ছি। তাই সরকারের কাছে আমাদের ঈমানী দাবি হচ্ছে, আমাদের নব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে জাতীয় শিক্ষাব্যবস্থায় ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে।

চট্টগ্রামের ঐতিহ্যবাহী সেবামূলক সংগঠন আল-আমিন সংস্থার উদ্যোগে আয়োজিত তিনদিনব্যাপী তাফসিরুল কুরআন মাহফিলে প্রথম দিনের প্রধান অতিথির বক্তব্যে কওমি মাদরাসা শিক্ষাবোর্ড ‘বেফাক’ এর মহাসচিব মাওলানা মাহফুজুল হক এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ইসলাম ও মুসলমানদের ঈমান-আমল রক্ষা করতে চাইল আমাদের প্রথম কাজ হচ্ছে তাকওয়া অর্জন করা। দ্বিতীয় কাজ হচ্ছে ঐক্যবদ্ধ থাকা। কারণ ঐক্যবদ্ধতা হচ্ছে মুমিন মুসলমানদের মৌলিক বুনিয়াদ। আর আল্লাহ তায়ালার নির্দেশ হচ্ছে, তোমরা বিভেদ করো না। কারণ বিভেদ থাকলে তোমাদের প্রভাব ও শক্তি দুর্বল হয়ে যাবে। তাই আমরা যদি আমাদের হারানো ঐতিহ্য পুনরুদ্ধার করতে চাই তাহলে ঐক্যবদ্ধ প্লাটফর্মের বিকল্প নেই।

হাফেজ মাওলানা রিজওয়ান আরমানের সঞ্চালনায় মাওলানা কারি ইছহাকের তেলাওয়াত ও মাওলানা কারি মুঈনুদ্দীনের উদ্বোধনের মাধ্যমে বুধবার দুপুর ২টা থেকে প্রথম দিনের কার্যক্রম শুরু হয়।

তাফসির মাহফিলের প্রথম দিনে তাফসির পেশ করেন, মাওলানা কেফায়েতুল্লাহ আজহারী, মাওলানা আব্দুল মান্নান ওসমানী, মাওলানা গাজী সানাউল্লাহ রাহমানী, মুফতি ফেরদাউসুর রহমান, মাওলানা আব্দুল্লাহ আল মারুফ, মাওলানা আব্দুল আজিজ, মাওলানা মুফতি মুহাম্মদ, মাওলানা আবু আহমদ, মাওলানা আব্দুচ্ছমি, মাওলানা শোয়াইব বিন ইয়াহইয়া, মুফতি  রাশেদ, মাওলানা আনওয়ার শাহ আজহারী প্রমুখ।

এনএ/

 


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ