শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ ।। ৩০ কার্তিক ১৪৩১ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


বাংলাদেশি শ্রমিকদের প্রশংসা করলো সৌদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত ছবি

সৌদি আরবে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের কর্মদক্ষতা ও সততার প্রশংসা করেছেন সৌদি আরবের আল জউফ প্রদেশের গভর্নর প্রিন্স ফয়সাল বিন নাওয়াফ বিন আবদুল আজিজ আল সৌদ। এ ছাড়া উভয় দেশের সরকার ও জনগণের মধ্যে খুবই হৃদ্যতাপূর্ণ সম্পর্ক রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

আজ মঙ্গলবার (১৭ অক্টোবর) সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর সঙ্গে বৈঠককালে আল জউফের গভর্নর এসব কথা বলেন।

গভর্নর ফয়সাল বিন নাওয়াফ বিন আবদুল আজিজ বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে সৌদি আরব অত্যন্ত মূল্যায়ন করে। জউফ প্রদেশে কর্মরত বাংলাদেশিদের তিনি নিজের ভাই হিসেবে উল্লেখ করেন। একইসঙ্গে তাদেরকে সহায়তা প্রদান নিজের দায়িত্ব বলে মনে করেন তিনি।

সৌদি আরব ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা আগামীতে আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন গভর্নর।

এ সময় রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারী আল জউফের গভর্নরকে বলেন, আল জউফ প্রদেশের বিভিন্ন শহরে অনেক বাংলাদেশি কর্মরত রয়েছেন।

গভর্নর ফয়সাল বিন নাওয়াফ বিন আবদুল আজিজ বাংলাদেশি শ্রমিকদের প্রশংসা করে বলেন, ‘এ প্রদেশে প্রচুর জলপাই উৎপাদনের পাশাপাশি বিভিন্ন শস্য উৎপাদিত হয়ে থাকে। আল জউফের কৃষি খামারে অনেক বাংলাদেশি কৃষিপণ্য উৎপাদনে ভূমিকা রাখছেন।’

গভর্নর বলেন, জওফ প্রদেশে সৌদি আরবের সবচেয়ে বড় সোলার প্যানেল বসানো হয়েছে। এ ছাড়া সৌদি সরকারের ক্লিন এনার্জি উৎপাদনের লক্ষ্যে প্রায় এক হাজার উইন্ড টারবাইন দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে।

এ সময় রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারী বলেন, সৌদি আরবের আকওয়া পাওয়ার বাংলাদেশে সোলার এনার্জি নিয়ে কাজ করছে। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে উভয় দেশের পর্যটন খাতের উন্নয়নের বিষয়ে আশা প্রকাশ করেন। এ ছাড়া দু’দেশের মধ্যে সংস্কৃতি বিনিময়ের কথাও উল্লেখ করেন রাষ্ট্রদূত।

রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারী আরও বলেন, আল জউফ বিশ্ববিদ্যালয়সহ সৌদি আরবের বিশ্ববিদ্যালয়গুলোতে কয়েক হাজার বাংলাদেশি শিক্ষার্থী উচ্চশিক্ষা গ্রহণ করছেন।

এ ছাড়া মঙ্গলবার দুপুরে রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী আল জউফের চেম্বার অব কমার্সের সভাপতি ড. হামদান বিন আবদুল্লাহ আল সামরিনের সঙ্গে বৈঠক করেন। এ সময় রাষ্ট্রদূত সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক বিনিয়োগ ও বাণিজ্য বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন। রাষ্ট্রদূত বাংলাদেশের গার্মেন্টস পণ্য, ওষুধ, চামড়াজাত পণ্য, সিরামিক ও কৃষি পণ্যের সৌদি আরবে চাহিদা রয়েছে বলে উল্লেখ করেন।

আল জউফের চেম্বার অব কমার্সের সভাপতি বাংলাদেশি ব্যবসায়ীদের আল জউফ প্রদেশে ফার্মিং ও ফুড প্রসেসিং খাতে বিনিয়োগের আহবান জানান। তিনি বলেন, জর্ডানের অনেক ব্যবসায়ীরা আল জউফে ফুড প্রসেসিং ব্যবসায় জড়িত রয়েছেন, চাইলে বাংলাদেশি ব্যবসায়ীদের এ খাতে বিনিয়োগের সুযোগ রয়েছে। রাষ্ট্রদূত সৌদি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের জন্য বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে।

পরে রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারী একটি জলপাই তেল উৎপাদন ফ্যাক্টরি ঘুরে দেখেন। এ ছাড়াও তিনি আল জউফের ঐতিহাসিক স্থান দুমাতুল জান্দাল পরিদর্শন করেন। এ সময় দূতাবাসের কাউন্সেলর মো. হুমায়ূন কবীর উপস্থিত ছিলেন।

টিএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ