শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ ।। ৩০ কার্তিক ১৪৩১ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
নোয়াখালীতে খালের দখল নিয়ে যুবদল নেতা খুন ঘাটাইলে ৩৭৯ বস্তা সার জব্দ, ২ ব্যবসায়ীর জরিমানা ছাত্রদল নেতার ছুরিকাঘাতে বিএনপি-জামায়াতের ৬ নেতাকর্মী জখম জুলাই বিপ্লবের ১০০তম দিন আজ, দিনব্যাপী নানা কর্মসূচি জাপার সাবেক এমপি টিপুকে পুলিশে দিল জনতা সংষ্কার কাজ দ্রুত শেষ করে নির্বাচনের ব্যবস্থা করুন: মুফতী ফয়জুল করীম আজারবাইজান থেকে দেশে ফিরেছেন ড. মুহাম্মদ ইউনূস মারকাযুল ফুরকান শিক্ষা পরিবার পরিচালিত নারায়ণগঞ্জ ক্যাম্পাসের ভর্তি কার্যক্রম শুরু ৪৯ দিনে কোরআন হিফজ করা বিস্ময় শিশু হাবিবুরকে ছাত্র মজলিসের সংবর্ধনা কাল বাংলাদেশে আসছেন সাইয়েদ আরশাদ মাদানী, জেনে নিন সফরসূচি

মাওলানা মামুনুল হকের মুক্তি নিয়ে নতুন করে যা জানা গেল


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

নাশকতার দুই মামলায় মাওলানা মামুনুল হককে জামিন দেননি আপিল বিভাগ। আবেদন মঞ্জুর না করে এ বিষয়ে শুনানির জন্য আগামী ৩ মাস মুলতবি করেছেন আদালত।

সোমবার (১৬ অক্টোবর) সকালে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ৬ সদস্যের আপিল বেঞ্চ মামুনুল হককে জামিন না দিয়ে শুনানি তিন মাসের জন্য স্ট্যান্ড ওভার করেন। অর্থাৎ, নির্বাচনের আগে জামিন পাচ্ছেন না মাওলানা মামুনুল হক। কারণ জানুয়ারির শুরুতে সংসদ নির্বাচন হওয়ার কথা রয়েছে।

এসময় আপিল বিভাগ শেষ বারের মত রাষ্ট্রপক্ষকে চার্জশিট দিতে সময় বেঁধে দেন। আপিল বিভাগ বলেন, না হলে জামিন হয়ে যাবে জানুয়ারিতে।

এর আগে, গত ১০ জুলাই প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৪ সদস্যের আপিল বিভাগ ৩ মাসের জন্য মাওলানা মামুনুল হকের জামিন শুনানি স্ট্যান্ডওভার করেন। গত ৩ মে, ২০১৩ ও ২০২১ সালে ঢাকার পল্টন ও চট্টগ্রামের হাটহাজারী থানায় দায়ের করা পাঁচ মামলায় মাওলানা মামুনুল হককে জামিন দেন হাইকোর্ট। মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে প্রায় ৪১টি মামলা রয়েছে। এর মধ্যে নিম্ন আদালতে ১৩টি এবং হাইকোর্টে ৫টি মামলায় জামিন পান তিনি।

কেএল/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ