শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা নেতানিয়াহুকে হত্যাচেষ্টার অভিযোগে ইসরায়েলি নাগরিক গ্রেপ্তার ‘উলামায়ে কেরামদের বাদ দিয়ে দেশের উন্নয়ন অসম্ভব’ নিউইয়র্কে যাদের সঙ্গে বৈঠক হতে পারে প্রধান উপদেষ্টার গাজাজুড়ে ইসরায়েলের নৃশংস হামলা, নারী-শিশুসহ নিহত ২৮ ফিলিস্তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার রাজনীতি বন্ধের সিদ্ধান্ত 'ঢাবি ও জাবির হত্যাকাণ্ডে জড়িত খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে' ঢাবিতে যুবক হত্যায় ছাত্রলীগ নেতাসহ ৩ জন আটক কওমী মাদরাসার ছাত্রদেরকে বিসিএস এ অংশগ্রহণের সুযোগ না দেওয়া বৈষম্য: মুফতী ফয়জুল করীম শায়খে চরমোনাই  সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে ঢাকায় সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ

ইসরায়েল-ফিলিস্তিনের চলমান সংঘা‌ত ব‌ন্ধের আহ্বান বাংলাদেশের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসরায়েল ও ফিলিস্তিনের ম‌ধ্যে চলমান সংঘা‌তের নিন্দা জা‌নি‌য়ে দ্রুত তা ব‌ন্ধের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

রোববার (৮ অ‌ক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃ‌তি‌তে চলমান সংঘাত ব‌ন্ধের আহ্বান জানা‌নো হয়।

বিবৃ‌তি‌তে বলা হ‌য়, বাংলাদেশ ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে চলমান সশস্ত্র সংঘাতের নিন্দা জানায়। সংঘা‌তের ফ‌লে নিরীহ বেসামরিক মানুষের প্রাণহানি এবং ক্ষতিগ্রস্তদের আহত হওয়ায় দুঃখ প্রকাশ করছে বাংলা‌দেশ।

বিবৃ‌তি‌তে উল্লেখ করা হয়, কো‌নো সংঘাত ও সহিংসতা বৃদ্ধি কোনো পক্ষকে উপকৃত করে না। আমরা ইসরায়েলি ও ফিলিস্তিনি উভয়কেই সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানাই। উভয় পক্ষের দ্ব‌ারা যেন আর কো‌নো নিরীহ প্রাণের ক্ষতি না হয়, সে জন‌্য অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানাই।

বাংলাদেশ মনে করে, ইসরায়েলি দখলদারিত্বের অধীনে বসবাস ও ফিলিস্তিনি ভূখণ্ডে জোরপূর্বক বসতি স্থাপন এ অঞ্চলে শান্তি আনতে পারবে না। তাই বাংলাদেশ একটি দ্বি-রাষ্ট্র সমাধানে সমর্থন করে। য‌দি ফিলিস্তিন ও ইসরায়েল জাতিসংঘের রেজুলেশন নং ২৪২ এবং ৩৩৮ অনুসরণ করে দখলমুক্ত স্বাধীন রাষ্ট্র হিসেবে পাশাপাশি বসবাস করে ত‌বে এ অঞ্চলে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা আস‌বে। 

শুধুমাত্র সংলাপ এবং কূটনীতি ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের স্থায়ী সমাধানের দিকে নিয়ে যেতে পারে এবং এই লক্ষ্যে কাজ করার জন্য সব পক্ষকে আহ্বান জানায় বাংলাদেশ।

টিএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ