দেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর ফলে দেশের সমুদ্র ও নদীবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করেছে প্রতিষ্ঠানটি।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের সর্বশেষ সতর্কবার্তায় সমুদ্রবন্দর ও নদীবন্দর নিয়ে আলাদা পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের পূর্বাভাসে জানানো হয়, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এম আই/