শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ ।। ২৯ কার্তিক ১৪৩১ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সংষ্কার কাজ দ্রুত শেষ করে নির্বাচনের ব্যবস্থা করুন: মুফতী ফয়জুল করীম আজারবাইজান থেকে দেশে ফিরেছেন ড. মুহাম্মদ ইউনূস মারকাযুল ফুরকান শিক্ষা পরিবার পরিচালিত নারায়ণগঞ্জ ক্যাম্পাসের ভর্তি কার্যক্রম শুরু ৪৯ দিনে কোরআন হিফজ করা বিস্ময় শিশু হাবিবুরকে ছাত্র মজলিসের সংবর্ধনা কাল বাংলাদেশে আসছেন সাইয়েদ আরশাদ মাদানী, জেনে নিন সফরসূচি আলেমদের রাজনীতি আল্লাহর নবীদের রাষ্ট্রীয় উত্তরাধিকার: মাওলানা ফজলুর রহমান হেফাজতে ইসলাম পিরোজপুর জেলা শাখা কমিটি গঠিত বাংলাদেশে দূতাবাস খোলার আশ্বাস আজারবাইজানের প্রেসিডেন্টের অন্তর্বর্তী সরকারের মেয়াদ যতটা সম্ভব সংক্ষিপ্ত হওয়া উচিত: ড. ইউনূস সাতকাছেমিয়া মাদরাসায় তিন দিনব্যাপী সম্মেলন আগামীকাল থেকে শুরু

‘বঙ্গবন্ধুকন্যা সত্যিকার অর্থে ইসলামের খাদেম’


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল বলেছেন, বাংলাদেশে যদি প্রকৃত ইসলামের খাদেম থাকেন তিনি হলেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার রাতে ঢাকা-১৪ আসনের মিরপুর থানাধীন বাগানবাড়ী বিউটি কনভেনশন হলে ডেঙ্গু প্রতিরোধে মশারি বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন।

নিখিল বলেন, বাংলাদেশ এগিয়ে চলছে বঙ্গবন্ধুকন্যার হাত ধরে দুর্বার গতিতে, বাংলার মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য তিনি দিন-রাত পরিশ্রম করছেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে করোনার শুরু থেকে আমরা বিনামূল্যে ওষুধ, খাদ্য, বস্ত্র বিতরণ করে এসেছি, শীতকালে কম্বল বিতরণ করেছি প্রধানমন্ত্রীর ঈদ উপহার, খাদ্য সামগ্রী বিতরণ করেছি। 

তিনি বলেন, বর্তমানে ডেঙ্গু একটি মহামারি সমস্যা, আমরা ডেঙ্গু প্রতিরোধে মশারি বিতরণ করতে এসেছি, আসলে এটা স্থায়ী সামাধান না। এজন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে, বাড়ির আঙিনা পরিষ্কার রাখতে হবে, পুরাতন পাতিলের জমা পানি আছে কিনা খেয়াল রাখা, ময়লা-আবর্জনা পরিষ্কার রাখা, ফুলের টবগুলো পরিষ্কার করে রাখতে হবে। 
এ সময় তিনি উপস্থিত সবার কাছে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় দোয়া চান এবং শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতা আনার আহ্বান জানান।
৯ ওয়ার্ডের ২নং ইউনিটের আওয়ামী লীগের সভাপতি হাজী মো. আলীর সভাপতিত্বে মশারি বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক আলী আশরাফ ইফতেখার, ঢাকা মহানগর যুবলীগ উত্তরের সহসভাপতি হাজী জলিলুর রহমান, ৯ ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়েশা আক্তার, ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি নাসির উদ্দিন খান, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন পলাশসহ সংশ্লিষ্টরা।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ