বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫ ।। ৪ বৈশাখ ১৪৩২ ।। ১৯ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
২৫ মার্চ গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বলল বাংলাদেশ ওয়াক্ফ বিল গোটা উপমহাদেশের কষ্টের কারণ হবে: খেলাফত মজলিস ২ দিনের জন্য ঢাকা সফরে আসছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী বরিশাল সিটি নির্বাচন-২০২৩ বাতিল ও হাতপাখাকে বিজয়ের দাবিতে মামলা বড়দের সম্মানিত রূপ নয়, সংগ্রামী অধ্যায় দেখুন গাজায় গণহত্যা, ভারতে ওয়াকফ বিলের প্রতিবাদে জমিয়তের গণমিছিল  ওয়াকফভূমি দখলের নীলনকশা তৈরি করেছে ভারত সরকার: যুব জমিয়ত হেফাজতে ইসলামের নরসিংদী জেলা কমিটি গঠন দল নিবন্ধনের সময়সীমা ৯০ দিন বাড়ানোর আবেদন এনসিপির উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে সবক শুরু বরিশাল জামিয়া ইসলামিয়া হোসাইনিয়ার

শুধু মা নেই


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

|| মুফতী মুঈনুল ইসলাম ||

কবি মতিউর রহমান মল্লিক। তাঁর নিজস্ব রাজনৈতিক দর্শন ছিলো। ছিলো শক্তিশালী রাজনৈতিক প্লাটফর্মও। মূলত ইসলামী সংগীত অঙ্গনে তিনি বাংলাদেশের প্রবাদ পুরুষ। আমার নিজস্ব রাজনৈতিক দর্শন আছে। কিন্তু কোনো রাজনৈতিক প্লাটফর্ম নেই। 

১৯৮৯ থেকে আমার সাহিত্য চর্চা শুরুর একপর্যায়ে বাবর রোডের কর্মকালীন জীবনে গজনবী রোডে মাঝে মধ্যে মল্লিক ভাইয়ের 'প্রত্যাশা প্রাঙ্গণ' সাহিত্য মজলিসে যাওয়ার সুযোগ হতো। মল্লিক ভাইয়ের লেখায় জীবন ঘনিষ্ঠতা ছিলো শতভাগ। মল্লিক ভাইয়ের চেতনায় উদারতা ছিলো সীমাহীন। এ কারণেই তাঁর সাথে আমার সাহিত্য-সখ্য গড়ে উঠে। এ সখ্যটুকু এখানেই সীমাবদ্ধ ছিলো। রাজনীতির সাংগঠনিক পর্যায়ে যায়নি কখনো। অবশ্য সেই প্রত্যাশা মল্লিক ভাই কখনো করেননি। 

মল্লিক ভাইয়ের দুই তিনটি সংগীত আমাকে খুব আকৃষ্ট করে। অবশ্য অন্যান্য গীতিকারের সংগীতের চাইতে মল্লিক ভাইয়ের সংগীতগুলো আকর্ষণের দিক থেকে আমার কাছে ৯০% মনে হয়। তাঁর সংশ্রবের উসিলায় আমার গীতি কবিতাগুলো সংগীত রূপে প্রাণ পেতেও ৯০% সহযোগিতা পেয়েছিলো। প্রায় দেড় যুগ পর এই ঋণটি আমি আজকে অকপটে স্বীকার করলাম।

মল্লিক ভাইয়ের বিখ্যাত আকর্ষণীয় সঙ্গীতটি আজকে বারবার আমার মনে পড়ছে, তাঁর মতোই আমারও মাতৃবিয়োগ হলো। আজ আমি আমার মায়ের বিছানার পাশে বসে সে সংগীতটি বার বার মনে করছি-
এই সেই ঘর/এই সেই খাট/বিছানার পাশে আছে-পানের বাটা/চশমাটা পড়ে আছে পাশেই/শুধু মা নেই, শুধু মা নেই।

ভালো থাকুক, পৃথিবীর সকল মা। ভালো থাকুক, মাতৃভূমি। 

মাগো, তোমার সুন্দর মৃত্যু আমাকে ঈর্ষান্বিত করে। সূরা ইয়াসিন, সূরা মূলক শুনতে শুনতে পবিত্র রমযানের ২৪তম রজনীতে তুমি চলে গেলে মাগফেরাতের পূর্ণ সম্ভাবনা নিয়ে, মহান রবের দরবারে। জান্নাতুল ফেরদৌস এর উঁচু মাকামে তুমি ভালো থেকো মা! সেখান থেকে তুমি আমাদের জন্য দুআ করো, আমরাও যেন তোমার মতো এ ধরনের সুন্দর মৃত্যু লাভ করতে পারি, আমীন।

এমএম/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ