শনিবার, ১৬ নভেম্বর ২০২৪ ।। ৩০ কার্তিক ১৪৩১ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
মুন্সিগঞ্জের হযরতপুর দাখিল মাদরাসার এলামনাই এসোসিয়েশন গঠিত রাসূল (সা.)-এর রওজা জিয়ারতে নতুন নির্দেশনা সিলেটের পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে জাফলংয়ে শ্রমিক জমিয়তের মানববন্ধন নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ইসলামবাগ মাদরাসার মুহতামিম মুফতী আব্দুল গনী আল গাজীর ইন্তেকাল ‘সংস্কার কার্যক্রমে সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় বিশ্বাসের প্রতিফলন থাকতে হবে’ ফ্যাসিবাদ ও তাদের দোসররা এখনো দেশ নিয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত: মুফতি ফয়জুল করীম শরীয়তপুরে খানকায়ে হাফেজ্জী হুজুর রহ.-এর ইসলাহী জোর আগামীকাল জুলাই বিপ্লবের শহিদদের রক্তের অমর্যাদা জায়েয নয়: বায়তুল মোকাররমের খতিব রাজধানীর পল্টনে উদ্যোক্তা কনভেনশন ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত

ময়মনসিংহে ভিমরুলের কামড়ে নিহত ইমাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
নিহত ইমাম মাওলানা আবুল কাশেম

আলী জুবায়ের খান, ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় ভিমরুলের কামড়ে মসজিদের ইমাম ও তার মেয়ে নিহত হবার ঘটনা ঘটেছে। সে সঙ্গে ভিমরুলের কামড়ে আহত হয়েছে তারই ছেলে সিফাত উল্লাহ।

নিহত ইমামের নাম মাওলানা আবুল কাশেম (৪৮), তিনি ধোবাউড়া উপজেলা, পোড়াকান্দুলিয়া ইউনিয়ন দূধনই বাজার জামে মসজিদের ইমাম। এবং তার মেয়ের নাম লাবিবা (০৮)।

এ ঘটনায় নিহত ইমামের ছেলে সিফাত উল্লাহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

শনিবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার দুধনই এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায় ,আজ দুপুরের পরে মাওলানা আবুল কাশেম তার ছেলে সিফাত উল্লাহ ও মেয়ে লাবিবাকে নিয়ে বন্যার পানিতে নৌকায় করে ঘুরতে বের হয়। এসময় একটি গাছের নীচ দিয়ে যাওয়ার সময় ভিমরুল তাদের কামড়ে আহত করে। পরে তাদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মেয়ে লাবিবাকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাবা ও ছেলেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে বাবা মাওলানা আবুল কাশেম ইন্তেকাল করেন।

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

ইমাম মাওলানা আবুল কাশেম-এর জানাজা আগামীকাল (১৩ অক্টোবর) সকালে নিজ এলাকায় অনুষ্ঠিত হবে।

হাআমা/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ