শনিবার, ১৬ নভেম্বর ২০২৪ ।। ৩০ কার্তিক ১৪৩১ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
মুন্সিগঞ্জের হযরতপুর দাখিল মাদরাসার এলামনাই এসোসিয়েশন গঠিত রাসূল (সা.)-এর রওজা জিয়ারতে নতুন নির্দেশনা সিলেটের পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে জাফলংয়ে শ্রমিক জমিয়তের মানববন্ধন নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ইসলামবাগ মাদরাসার মুহতামিম মুফতী আব্দুল গনী আল গাজীর ইন্তেকাল ‘সংস্কার কার্যক্রমে সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় বিশ্বাসের প্রতিফলন থাকতে হবে’ ফ্যাসিবাদ ও তাদের দোসররা এখনো দেশ নিয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত: মুফতি ফয়জুল করীম শরীয়তপুরে খানকায়ে হাফেজ্জী হুজুর রহ.-এর ইসলাহী জোর আগামীকাল জুলাই বিপ্লবের শহিদদের রক্তের অমর্যাদা জায়েয নয়: বায়তুল মোকাররমের খতিব রাজধানীর পল্টনে উদ্যোক্তা কনভেনশন ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত

চলে গেলেন আলেম মুক্তিযোদ্ধা লেখক মাওলানা আবদুল্লাহ বিন সাঈদ জালালাবাদী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

|| হাসান আল মাহমুদ ||

না ফেরার দেশে চলে গেলেন আলেম মুক্তিযোদ্ধা লেখক মাওলানা আবদুল্লাহ বিন সাঈদ জালালাবাদী (৮২)।  (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

আজ শুক্রবার (১৯ জানুয়ারি)  আসরের নামাযের পর তিনি আগারগাঁও ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায়  ইন্তেকাল করেন।  

মরহুমের ছোট ছেলে মারুফ-এর ওয়াইফ আওয়ার ইসলামকে ইন্তেকালের খবরটি নিশ্চিত করেন।

মরহুমের জানাযা মিরপুর-১২ ঝিলপাড় মসজিদে আজ বাদ এশা অনুষ্ঠিত হবে। 

পরিবার সূত্রে জানা যায়, গত ১২ জানুয়ারি বৃহস্পতিবার  রাতে তিনি স্ট্রোক করেন। তারপর তাঁকে আগারগাঁও ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

উল্লেখ্য, আলেম মুক্তিযোদ্ধা লেখক মাওলানা আবদুল্লাহ বিন সাঈদ জালালাবাদী ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধুর স্নেহধন্য একজন মানুষ। তিনি গণভবন ও সচিবালয় মসজিদের ভূতপূর্ব ইমাম ও খতিব ছিলেন দীর্ঘকাল। এছাড়া, তিনি বাংলাদেশ জমিয়াতুল মুদাররেসিনের সাবেক সভাপতি, বাংলাদেশ শিক্ষা বোর্ডের সাবেক সভাপতি এবং ইসলামিক ফাউন্ডেশনের লেখক, গবেষক ও সম্পাদক। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড পুনর্গঠনে ভূমিকা রেখেছেন তিনি। 

এনএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ