শনিবার, ১৬ নভেম্বর ২০২৪ ।। ৩০ কার্তিক ১৪৩১ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
মুন্সিগঞ্জের হযরতপুর দাখিল মাদরাসার এলামনাই এসোসিয়েশন গঠিত রাসূল (সা.)-এর রওজা জিয়ারতে নতুন নির্দেশনা সিলেটের পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে জাফলংয়ে শ্রমিক জমিয়তের মানববন্ধন নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ইসলামবাগ মাদরাসার মুহতামিম মুফতী আব্দুল গনী আল গাজীর ইন্তেকাল ‘সংস্কার কার্যক্রমে সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় বিশ্বাসের প্রতিফলন থাকতে হবে’ ফ্যাসিবাদ ও তাদের দোসররা এখনো দেশ নিয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত: মুফতি ফয়জুল করীম শরীয়তপুরে খানকায়ে হাফেজ্জী হুজুর রহ.-এর ইসলাহী জোর আগামীকাল জুলাই বিপ্লবের শহিদদের রক্তের অমর্যাদা জায়েয নয়: বায়তুল মোকাররমের খতিব রাজধানীর পল্টনে উদ্যোক্তা কনভেনশন ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত

ইসলামী আন্দোলনের উপদেষ্টা মাওলানা আব্দুল বাতেনের ইন্তেকাল


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার উপদেষ্টা ও চাঁদমারি মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব হাফেজ আব্দুল বাতেন সাহেব ইন্তেকাল করছেন।

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

হাফেজ মাওলানা আব্দুল বাতেন’র ইন্তেকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই গভীর শোক প্রকাশ করে মরহুমের মাগফিরাত কামনা করেছে।

এদিকে পৃথক পৃথক বিবৃতিতে মরহুমের মাগফিরাত কামনা করেছেন দলের নায়েবে আমীল মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই, মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ।

নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং পরিবার পরিজনকে সবর করার তৌফিক দান করুন। এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম মরহুম মুহাম্মদ শরীফ উল্লাহর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে তার মাগফিরাত কামনা করেছেন।

পীর সাহেব চরমোনাই বলেন, হাফেজ আব্দুল বাতেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নিবেদিতপ্রাণ একজন উপদেষ্টা ছিলেন। তিনি দীন বিজয়ের আন্দোলনে বিভিন্নভাবে অবদান রেখেছেন। দরস ও তাদরিসের মাধ্যমে দীন বিজয়ে অবদান রেখেছেন। এছাড়াও তিনি বহু মাদরাসা, মসজিদ প্রতিষ্ঠাসহ দীনের বহুমুখি খেদমত আঞ্জাম দিয়ে গেছেন। মহান রব্বুল আলামিন মরহুমের সকল খেদমতকে কবুল করে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা করুন। সেইসাথে পরিবার পরিজনকে সবর করার তৌফিক দিন।

কেএল/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ