শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ ।। ১ চৈত্র ১৪৩১ ।। ১৪ রমজান ১৪৪৬


মুসলিম নারীর পূর্ণাঙ্গ গাইডলাইন নিয়ে বই লিখলেন মাওলানা লিয়াকত আলী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নাজমুল হুদা মজনু

মুসলিম নারীর পূর্ণাঙ্গ জীবনবিধান নিয়ে সদ্য প্রকাশিত হয়েছে বিশিষ্ট লেখক-গবেষক ও সাংবাদিক মাওলানা লিয়াকত আলী রচিত 'মুসলিম নারীর জীবনবিধান'। অমর একুশে গ্রন্থমেলার বিশ্বকল্যাণ পাবলিকেশন্স-এর ৫০৭ নং স্টলে ব‌ইটি পাওয়া যাচ্ছে। 

ইদানীং অনবদ্য এই গ্রন্থটি পড়া হয় আমার। বইটি পড়া শুরু করতেই মনে পড়ে গেল এখন থেকে আরো ২৫ বছর আগের একটি বই পড়ার কথা। সেই বইটি হলো প্রখ্যাত আলেম হজরত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহের লেখা খুবই জনপ্রিয় কিতাব বেহেশতি জেওর। মাসালা-মাসায়েল সম্পর্কিত বইটি হাতে আসার পর মনে প্রশ্ন জাগলো কোথা থেকে পড়া শুরু করব? তখন ঢাকা মিরপুরের জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আকরাম সাহেবের শরণাপন্ন হলাম। তিনি বললেন, 'মুখস্থ করার দরকার নেই পড়তে থাকুন; দেখবেন প্রয়োজনের সময় মাসালাটা মনে পড়ে যাবে।'

বর্তমানে নীতি-নৈতিকতা ও  বিধি-বিধান সমৃদ্ধ একেবারে নতুন একটি বই পড়ার সুযোগ  হয়েছে। তবে এখন আর সেই প্রশ্ন জাগে না কিভাবে কোথা থেকে শুরু করব। কারণ এ প্রক্রিয়া অনেক আগেই জানতে পেরেছি।

আলোচ্য বইটির নাম 'মুসলিম নারীর জীবনবিধান'। ব‌ইটির লেখক প্রথিতযশা আলেম, মাদ্রাসা দারুর রাশাদের মুহাদ্দিস ও দৈনিক নয়া দিগন্তের সিনিয়র সাব-এডিটর মাওলানা লিয়াকত আলী। এমন একটা মূল্যবান গ্রন্থের মূল্যায়ন করা সত্যি কঠিন কাজ। কিন্তু এ বিষয়ে কিছু উল্লেখ করা আমার অন্তর্গত তাগিদ।

বইটির প্রথম অধ্যায়ে রয়েছে ইসলামী সমাজ, দ্বিতীয় অধ্যায়ে ইসলামী পরিবার, তৃতীয় অধ্যায়ে নারীর অবস্থান, চতুর্থ অধ্যায়ে ইসলামী পরিবারের কাঠামো ও আদর্শ, পঞ্চম অধ্যায়ে নারীর ইবাদত-বন্দেগী প্রভৃতি।

৬৪৮ পৃষ্ঠার বইটিতে রয়েছে ছয় শতাধিক শিরোনামে বিভিন্ন বিষয়ের সুনিপুণ বর্ণনা ও গুরুত্বপূর্ণ মাসালা- মাসায়েল।

বইটি সম্পর্কে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাননীয় ধর্ম উপদেষ্টা ডক্টর আ ফ ম খালিদ হোসেন কর্তৃক মুখবন্ধের মন্তব্যের কিঞ্চিৎ তুলে ধরছি।  তিনি বলেছেন, 'বিদগ্ধ আলেম ও বরেণ্য সাংবাদিক মাওলানা লিয়াকত আলী (হাফি.) তার লিখিত বক্ষ্যমাণ গ্রন্থে উপর্যুযুক্ত বিষয়াবলী সবিস্তারে উপস্থাপনের প্রয়াস পেয়েছেন। পুরো পাণ্ডুলিপি দেখার সৌভাগ্য হয়েছে। তাকে অভিনন্দন জানাই। বাজারে এ বিষয়ে অনেক বই আছে; কিন্তু এ গ্রন্থটি নানা আঙ্গিকে ব্যতিক্রমধর্মী। বিজ্ঞ লেখক এ গ্রন্থে তার বক্তব্য ও যুক্তির স্বপক্ষে কুরআন ও হাদীসের রেফারেন্স দিতে ভুল করেননি। এতে করে বক্তব্যের যথার্থতা প্রতিফলিত হয়েছে। প্রতিটি মানুষের সংগ্রহে রাখার মতো একটি আকর গ্রন্থ।'

বইটির প্রকাশনী বিশ্বকল্যাণ পাবলিকেশন্স-এর কর্ণধার মুহাম্মদ সাইফুল ইসলাম বলেছেন– মাওলানা লিয়াকত আলী একজন নিরহংকার আলেমে দ্বীন, সমাজ চিন্তক, হাদীস বিশারদ। এই বরেণ্য ব্যক্তিত্বের গ্রন্থটি প্রকাশনায় বিশ্বকল্যাণ পাবলিকেশন্সকে নির্বাচন করায় লেখকের প্রতি সবিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ রাব্বুল আলামীন গ্রন্থটিকে সবার নাজাতের উসিলা হিসেবে কবুল করুন। আমীন।

একুশে বইমেলা ২০২৫ সময়ে প্রকাশিত ''কুরআন- হাদীসের দলিলভিত্তিক 'মুসলিম নারীর জীবনবিধান' ইসলামী সমাজ ও পরিবার''  শিরোনামের উন্নত মানের কাগজে ছাপা সুবিস্তৃত ব‌ইটির মূল্য রাখা হয়েছে ৮০০ টাকা। তবে বিশ্বকল্যাণ পাবলিকেশন্স বর্তমানে বইটিতে ৫০ শতাংশ ডিসকাউন্ট দিচ্ছে। সংস্থাটির ঠিকানা : ১/এ পুরানা পল্টন লাইন (দ্বিতীয় তলা), ঢাকা- ১০০০ এবং ১১/১ ইসলামী টাওয়ার, বাংলাবাজার ঢাকা-১১০০। মোবাইল-০১৯১৩০৫৩৩৭৪।

লেখক: সিনিয়র সম্পাদনা সহকারী, দৈনিক নয়া দিগন্ত

হাআমা/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ