শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ ।। ১ চৈত্র ১৪৩১ ।। ১৪ রমজান ১৪৪৬

শিরোনাম :
‘ধর্ষণ বন্ধে দ্রুত কোরআনের আইন চালু করুন’ হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা ইসলামাবাদীর পিতার ইন্তেকাল, জানাজা সম্পন্ন ১৪ তম তারাবির নামাজে তিলাওয়াতের সারমর্ম সেনাবাহিনীর ৭ মিনিটের আল্টিমেটাম, অবরোধ প্রত্যাহার ১ মিনিটেই উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে জাতিসংঘ মহাসচিব লাকীকে গ্রেফতার ও শাপলা চত্বর হত্যাকান্ডের বিচার দাবিতে বিক্ষোভ কক্সবাজার রামু রাজারকুল মাদ্রাসায় ২দিনব্যাপী বাংলা ভাষা ও সাংবাদিকতা কোর্স সম্পন্ন ইনজেকশন নিলে কি রোজা ভেঙ্গে যাবে? ইসলামি শাসন ব্যবস্থায় চলবে সিরিয়া ধর্ষকের শাস্তির দাবি ও পুলিশের ওপর হামলার প্রতিবাদে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল

মাওলানা হেমায়েত উদ্দীন রচিত 'ইসলাম ও আরবী শিক্ষা' : একটি সংক্ষিপ্ত রিভিউ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| আব্দুল্লাহ কাসিম আজওয়াদ ||

প্লে-গ্রুপ ও নার্সারি থেকে শুরু করে ক্লাস ফাইভ পর্যন্ত মোট সাত শ্রেণীর শিক্ষার্থীদের ইসলামের মৌলিক শিক্ষা প্রদানের উদ্দেশ্যে মাওলানা মুহাম্মাদ হেমায়েত উদ্দীন রচনা করেছেন "ইসলাম ও আরবী শিক্ষা" নামের একটি সিরিজ পুস্তক। সাত শ্রেণীর জন্য সাতটি পুস্তক।

কিন্ডারগার্টেন ও প্রাইমারী স্কুলসমূহের বিদ্যমান সিলেবাস বহাল রেখেই শুধু ২০ থেকে ৩০ মিনিটের একটি ঘণ্টায় ইসলাম ও আরবী শিক্ষা নামের এ পুস্তকটির পাঠদান সম্ভব।

প্রতিটি পুস্তকে সংশ্লিষ্ট পুস্তকটি কীভাবে পাঠদান করা হবে, প্রতিদিন কতটুকু করে পাঠদান করা হবে সব দিক-নির্দেশনা দেওয়া রয়েছে।

শিশু-কিশোরদের ইসলামী জ্ঞান প্রদানের লক্ষ্যে অনেক প্রকাশনীই বিভিন্ন নামে পুস্তক প্রকাশ করেছেন। তবে মাওলানা হেমায়েত উদ্দীন সাহেব রচিত এ সিরিজ পুস্তকে বিচ্ছিন্নভাবে ইসলামের বিভিন্ন তথ্যের সমাবেশ না ঘটিয়ে ইসলামের মৌলিক আকীদা-বিশ্বাস, মৌলিক ইবাদত, জরুরি মাসআলা-মাসায়েল, জরুরি আখলাক ও তাহযীব তামাদ্দুনের বিষয়গুলোকে সন্নিবেশিত করার প্রয়াস গৃহীত হয়েছে, যা শিশু-কিশোরদের ইসলামী যেহেন গঠন ও ইসলামের মৌলিক বিষয়াদির জ্ঞানে সমৃদ্ধ হওয়া ও তদনুসারে ইসলামী জীবন গঠনের সহায়ক হবে। তদুপরি এ পুস্তকে আরবী ভাষায় প্রাথমিক পর্যায়ের কথোপকথন শিক্ষা দেওয়া হয়েছে, যা শিক্ষার্থীদের পরবর্তী জীবনে বহুবিধ উপকারে আসবে।

পুস্তকটির ভাষা সহজ ও সাবলীল এবং বর্ণনা সংক্ষিপ্ত। এটি শিশু-কিশোরদের মেধার উপযোগী এবং সহজে অধীত বিষয় আয়ত্ব করার অনুকূল।

এ সিরিজ পুস্তক থেকে কাঙ্ক্ষিত ফায়দা অর্জন করার ক্ষেত্রে শিক্ষক-শিক্ষিকার বিশেষ ভূমিকা থাকবে। এ সিরিজ পুস্তকগুলোর শিক্ষক-শিক্ষিকার কুরআন তিলাওয়াত অবশ্যই শুদ্ধ থাকতে হবে এবং তাদের প্রাথমিক পর্যায়ের আরবীতে কথোপকথনের যোগ্যতা থাকতে হবে। লেখক মাওলানা হেমায়েত উদ্দীন সাহেব বলেছেন, কওমী মাদ্রাসা ফারেগ শিক্ষক-শিক্ষিকা অধিকতর উপযোগী হবে।

হাআমা/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ